Advertisement
Advertisement

Breaking News

Gangasagar

সাগরে পুণ্যস্নান সেরে ফেরার পথে দুষ্কৃতীর কবলে! প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা খোয়ালেন পুণ্যার্থী

খাবেন কী? বাড়ি ফিরবেন কীভাবে? ভেবে কুলকিনারা পাচ্ছেন না কেউ।

A devotee lost 3 lakh rupees in Gangasagar
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 12, 2025 10:18 pm
  • Updated:January 13, 2025 10:21 am   

সুরজিৎ দেব, গঙ্গাসাগর: গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরে ফেরার পথেই বিপত্তি! দুষ্কৃতীর খপ্পরে পড়ে খোয়া গেল প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা। ফলে কার্যত শূন্য পকেট পুণ্যার্থীদের। খাবেন কী? বাড়ি ফিরবেন কীভাবে? ভেবে কুলকিনারা পাচ্ছেন না কেউ।

Advertisement

গত সপ্তাহেই শুরু হয়েছে ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা। দেশের বিভিন্নপ্রান্ত থেকে দর্শনার্থীরা সেখানে ভিড় জমিয়েছেন। তাঁদের মধ্যেই ছিলেন হাওড়ার উলুবেড়িয়া থেকে যাওয়া ১৫০ জনের একটি দল। দলের নেতা শ্যাম মাখাল জানিয়েছেন, এদিন সাগরে স্নান সেরে টাকা ভর্তি ব্যাগটি নিয়ে তিনি ফিরছিলেন। সেই সময় ৫ নম্বর রাস্তায় কেউ একজন তাঁকে বলে জামার পিছনে ময়লা লেগে গিয়েছে। সেই ময়লা ধুতে যেতেই তাঁর হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায় ওই দুষ্কৃতী।

শ্যাম জানান, ব্যাগে তিন লক্ষ কুড়ি হাজার টাকা ও দু’টি মোবাইল ছিল। পুলিশকে জানানোর পরে মিনিট পনেরোর মধ্যেই ব্যাগটি উদ্ধার হলেও ব্যাগের মধ্যে থাকা টাকা ও মোবাইল হাওয়া হয়ে গিয়েছে। পুণ্যস্নানে এসে সব হারিয়ে এখন দিশেহারা ওই দলটি। খাওয়া-থাকা ও বাড়ি ফেরার কোনও উপায় না থাকায় কান্নায় ভেঙে পড়েছেন সকলে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ