Advertisement
Advertisement

Breaking News

Shasan

ছেলেকে নিয়ে প্রেমিকের সঙ্গে সংসার! অশান্তি বাধতেই সন্তানকে জলাশয়ে ফেলে ‘খুন’, গ্রেপ্তার মা

ধৃতের প্রেমিককেও জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা।

A minor boy allegedly killed by mother in Shasan

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 18, 2025 6:22 pm
  • Updated:June 18, 2025 6:22 pm   

অর্ণব দাস, বারাসত: ছেলেকে সঙ্গে নিয়ে প্রেমিকের সঙ্গে সংসার পেতেছিল বধূ। অশান্তি বাঁধতেই ভয়ংকর কাণ্ড। জলাশয়ে ফেলে আড়াই বছরের ছেলেকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার শাসনে। ইতিমধ্যেই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার প্রেমিককেও জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা।

Advertisement

জানা গিয়েছে, ধৃতের নাম মিতা হালদার। তার বয়স ২৮ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে হুগলি জেলার ভদ্রেশ্বরের বাসিন্দা অভিজিৎ হালদারের সঙ্গে বিয়ে হয়েছিল মিতার। তাদের ২ বছর ৪মাসের এক ছেলে রয়েছে, নাম অরিজিৎ। অভিযোগ, সম্প্রতি সমাজ মাধ্যমে শাসনের বাসিন্দা এক যুবকের সঙ্গে আলাপ হয় মিতার। ক্রমেই ঘনিষ্ঠতা বেড়ে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপরই সপ্তাহ দুয়েক আগে প্রেমের টানে বাড়ি ছেড়ে ছেলেকে নিয়ে প্রেমিকের শাসনের তেহাটা গ্রামের বাড়িতে ওঠে মিতা।

এসবের মাঝেই প্রেমিকের বাড়ির বারান্দা সংলগ্ন জলাশয় থেকে উদ্ধার হয় অরিজিতের দেহ। ছেলের অস্বাভাবিক মৃত্যুর এই ঘটনা জানামাত্রই শাসন থানায় গিয়ে স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন বাবা অভিজিৎ। তাঁর অভিযোগ, “আগেও ছেলেকে খুনের চেষ্টা করেছিল স্ত্রী। কিন্তু সফল হতে না পেরে এবার জলাশয়ে ফেলে ছেলে খুন করেছে মিতা।” এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রেমিকের সঙ্গে সংসারে বাধা হয়ে দাঁড়িয়েছিল খুদে। সেই কারণেই খুনের ছক। পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতের প্রেমিককেও জিজ্ঞাসাবাদ করেছে শাসন থানার পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ