Advertisement
Advertisement
Howrah

ভরসন্ধ্যায় যুবককে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন! থানা ঘেরাও উত্তেজিত জনতার, রণক্ষেত্র হাওড়া

বন্ধুরাই খুন করেছে বলে অভিযোগ পরিবারের।

A youth allegedly killed by friends in Howrah
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 13, 2025 10:15 pm
  • Updated:July 13, 2025 10:36 pm   

অরিজিৎ গুপ্ত, হাওড়া: ভরসন্ধ্যায় যুবককে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন! কয়েকঘণ্টার মধ্যেই ২ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে প্রবল শোরগোল হাওড়ার বি গার্ডেন এলাকায়। থানা ঘেরাও করে বিক্ষোভে উত্তেজিত জনতা। বিক্ষুদ্ধদের দাবি, ধৃতদের প্রকাশ্যে আনতে হবে।

Advertisement

জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ সাহেব। তাঁর বয়স ২৩ বছর। এলাকারই একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে শ্রমিক সরবরাহ করতেন তিনি। পরিবার সূত্রে খবর, রবিবার সন্ধ্যে ৮ টা নাগাদ কয়েকজন বন্ধু সাহেবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপরই মৃত্যুর খবর যায় বাড়িতে। জানা যায়, খুন হয়েছেন যুবক। খবর পেয়েই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় ২ জনকে।

এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে বি গার্ডেন থানা চত্বর। বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার ও প্রতিবেশীরা। তাঁদের অভিযোগ, বন্ধুরাই ডেকে নিয়ে গিয়ে খুন করেছে যুবককে। কিন্তু কেন? উত্তর অজানা। মৃতের বোনের দাবি, অভিযুক্তদের কঠোরতম শাস্তি দিতে হবে। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে তদন্ত শুরু করা হয়েছে। দ্রুতই গোটা বিষয়টা স্পষ্ট হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ