Advertisement
Advertisement
Kakdwip

সাতসকালে কাকদ্বীপে যাত্রীভর্তি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, জখম কমপক্ষে ১০

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Accident in Kakdwip, 1 people injured

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 23, 2025 11:23 am
  • Updated:July 23, 2025 11:23 am   

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সাতসকালে যাত্রীভর্তি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। গুরুতর জখম কমপক্ষে ১০ যাত্রী। দুমড়েমুচড়ে গিয়েছে বাস ও ট্রাকের সামনের অংশ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের কামারহাট ও কাশিনগরের মাঝে। ইতিমধ্যেই আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। চলছে চিকিৎসা।

Advertisement

জানা গিয়েছে, বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাধরপুর থেকে যাত্রী ভর্তি বাসটি কলকাতা আসছিল। কাকদ্বীপের কামারহাট ও কাশিনগরের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও ট্রাকের। ধাক্কার তীব্রতায় বাসের ভিতরেই ছিটকে পড়েন যাত্রীরা। নজরে পড়তেই ছুটে যান স্থানীয়রা। শুরু হয় উদ্ধারকাজ। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। একে একে ১০ জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ হাসাপাতলে। এদিকে ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক।

বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আসে। ক্রেনের সাহায্যে বাস ও ট্রাকটিকে সরানো হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, বাস ও ট্রাকটির গতি কত ছিল, কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যোগাযোগ করা হচ্ছে আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ