Advertisement
Advertisement

Breaking News

Birbhum

২১ জুলাইয়ের সভায় না যেতে হুমকি! মারগ্রামে তৃণমূল নেত্রীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Allegations of arson at house of TMC leader in Margram

পুড়ে গিয়েছে বাইক। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:July 21, 2025 5:22 pm
  • Updated:July 21, 2025 5:22 pm   

নন্দন দত্ত, সিউড়ি: ২১ জুলাই শহিদ দিবসে তৃণমূলের সভায় কলকাতায় না যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। যদিও সেই হুমকি অস্বীকার করে পরিবারের পুরুষরা কলকাতার ধর্মতলার সভায় যোগ দিতে গিয়েছিলেন। বাড়িতে রয়েছেন তৃণমূলের মহিলা অঞ্চল সভাপতি মনিরা বিবি ও অন্যান্যরা। গতকাল, রবিবার গভীর রাতে ওই বাড়ির একাংশে পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আগুনে বাড়ির সামনে রাখা তিনটি বাইক পুড়ে গিয়েছে। তৃণমূল নেত্রী ও অন্যান্যরা বাইরে বেরিয়ে আসায় দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে দাবি পরিবারের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের মারগ্রামের দুনিগ্রামে।

Advertisement

ওই এলাকার তৃণমূলের মহিলা অঞ্চল সভাপতি মনিরা বিবি। তাঁর স্বামী চাঁদ মহম্মদ গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে লড়েছিলেন। তিনি ভোটে হেরে যান। ওই এলাকায় কংগ্রেস জিতেছিল। তারপর থেকেই ওই পরিবারের উপর রাজনৈতিক চাপ আসতে থাকে বলে অভিযোগ। দলবদলের জন্য ওই পরিবারকে একাধিকবার চাপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ। যদিও মনিরা বিবি, চাঁদ মহম্মদরা চাপের মুখেও দলবদল করেননি। ২১ জুলাই কলকাতায় শহিদ দিবসের সভায় যাওয়ার জন্য ওই পরিবার প্রস্তুতি নিচ্ছিল। তখন সভায় না যেতেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যদিও তারপরও চাঁদ মহমদ্দরা কলকাতায় গিয়েছেন। গতকাল রাতে বাড়িতে ছিলেন মনিরা বিবি ও ছেলেরা।

গতকাল গভীর রাতে পেট্রোলের গন্ধে ঘুম ভেঙে গিয়েছিল বাড়িতে থাকা সদস্যদের। বাইরে আগুন জ্বলতে দেখা যায়। আতঙ্ক ছড়ায় বাড়ির বাসিন্দাদের মধ্যে। দেখা যায়, বাড়ির বাইরে রাখা তিনটি বাইক একত্র করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বাড়ির দেওয়ালের একাংশে পেট্রোল ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা চলছে। বাড়ির সদস্যরা চেঁচামেচি শুরু করলে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে খবর। বিরোধীরা এই কাজ করেছে বলে অভিযোগ। বাড়ির সদস্যদের পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিন মারগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ