মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: হাওড়া-আমতা রুটে রেল অবরোধ। প্রায় দু’ঘণ্টা ধরে রেল অবরোধ বড়গাছিয়া স্টেশনে। দীর্ঘদিন ধরে ট্রেন দেরিতে চলছে, বিভিন্ন স্টেশনে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে এই অভিযোগ তুলে অবরোধ যাত্রীদের। যদিও রেল কর্তৃপক্ষ অবরোধের কথা অস্বীকার করেছে।
আজ শনিবার কেন অবরোধ? যাত্রীরা জানাচ্ছেন, শনিবার সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ আমতা থেকে হাওড়াগামী ট্রেন ছাড়ে। সেটি ৭টা ৫ মিনিট নাগাদ বড়গাছিয়া স্টেশনে আসে। কিন্তু ট্রেনটি ৪০-৪৫ মিনিট আটকে থাকে। তার জেরে যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। লাইনে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। লাইনের উপর বসে পড়েন তাঁরা।
যাত্রীদের দাবি, ট্রেন লেটে চলার সমস্যা একদিনের নয়। প্রতিদিনের নাটক হয়ে দাঁড়িয়েছে। ফলে বিপাকে পড়ছেন তাঁরা। নিত্যযাত্রীদের দাবি, ট্রেন লেটের কারণে কলকারখানার কর্মীরা সময়মতো না কর্মস্থলে পৌঁছতে পারেন না। কর্তৃপক্ষের কাছে বকুনি খেতে হচ্ছে। একই অবস্থা বেসরকারি ছোটখাটো সংস্থার কর্মী বা নানা পেশার যাত্রীদেরও। কারও আবার চাকরি চলে যাওয়ার মতো অবস্থা দাঁড়িয়েছে বলে জানাচ্ছেন তাঁরা। যাত্রীদের অভিযোগ বারবার রেল কর্তৃপক্ষকে জানিয়ে লাভ হয়নি। শুধু আমতা শাখায় নয় খড়গপুর শাখাতেও ট্রেন লেটের একই অবস্থা বলে অভিযোগ।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। আধিকারিকরা বিক্ষোভকারীদের অবরোধ তুলে নেওয়ার কথা বলেন। কিন্তু সেকথা শুনতে নারাজ ছিলেন তাঁরা। দাবি করতে থাকেন রেলের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে না এলে অবরোধ তুলবেন না। তাঁদের দাবি মেনে ১১টা নাগাদ ঘটনাস্থলে আসেন রেল পদস্থ আধিকারিকরা।
বিক্ষোভকারীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন তাঁরা। তারপরও অবরোধ তুলতে রাজি হননি অবরোধকারীরা। পরে পুলিশ তাঁদের লাইন থেকে হটিয়ে দিতে গেলে ধস্তাধস্তি বাধে। ১০জনকে আটক করে জগৎবল্লভপুর থানার পুলিশ। তিন ঘণ্টারও পর ট্রেন চলাচল শুরু হয়।
যদিও রেল অবরোধের কথা অস্বীকার করেছে রেল কর্তৃপক্ষ। দক্ষিণ পূর্ব রেলের মূখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ বলেন, “আমতা শাখায় রেল অবরোধের কোনো খবর আমার জানা নেই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.