Advertisement
Advertisement

Breaking News

Anubrata Mandal

রবিতেও হাজিরা দিলেন না অনুব্রত, থানায় প্রতিনিধি জানালেন, ‘অসুস্থ, শয্যাশায়ী’

শনিবারও পুলিশি তলবে হাজিরা দেননি অনুব্রত।

Anubrata Mandal ill will not be presented in front of police
Published by: Paramita Paul
  • Posted:June 1, 2025 11:34 am
  • Updated:June 1, 2025 11:51 am   

নন্দন দত্ত, সিউড়ি: রবিবারেও পুলিশি হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। তাঁর প্রতিনিধি থানায় এসে জানিয়ে গেলেন, অসুস্থ কেষ্ট। বাড়িতে শয্যাশায়ী। ফলে এদিন যে তিনি হাজিরা দিচ্ছেন না তা কার্যত স্পষ্ট হয়ে গেল। 

Advertisement

বীরভূমের তৃণমূলের সদ্য প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নিয়ে বৃহস্পতিবার রাত থেকে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দু’জনের কথোপকথনের সেই অডিও ভাইরাল হতেই শুরু হয় শোরগোল। যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। শুক্রবার পুলিশ সেই অডিওর ভিত্তিতে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। ২টি জামিন অযোগ্য-সহ মোট চারটি ধারায় দোর্দণ্ডপ্রতাপ নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাঁকে নোটিস পাঠিয়ে শনিবার থানায় তলব করা হয়। কিন্তু তিনি হাজিরা দেননি। জানান, অসুস্থ। অথচ বিকেল বেলা দলীয় কার্যালয়ে যেতে দেখা যায় তাঁকে। এর মধ্যে রবিবার সকাল ১১টায় ফের এসডিপিও-র অফিসে কেষ্ট মণ্ডলকে তলব করা হয়। কিন্তু এদিনও হাজিরা দেননি তিনি। 

এদিন সকাল সোয়া ১১টা নাগাদ কেষ্ট মণ্ডলের ‘ছায়াসঙ্গী’ তথা মুখ্য পরামর্শদাতা স্থানীয় তৃণমূল নেতা দেবব্রত সরকার ওরফে গগন সরকার থানায় উপস্থিত হন। শুধু তাই নয়, গগন তৃণমূলের অশিক্ষক কর্মচারী সংগঠনের রাজ্য সভাপতিও।  জানান, তিনি ব্যক্তিগত কারণে মহকুমাশাসকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু তাতে সাংবাদিকদের বাগ মানানো যায়নি। সাংবাদিকদের লাগাতার প্রশ্নের উত্তরে জানান, “অনুব্রত মণ্ডল বাড়িতে আছেন। অসুস্থ। বিছানায় শুয়ে রয়েছেন।” বাকি যা জানার পুলিশের থেকে জেনে নিতেও ‘পরামর্শ’ দেন। 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ