এই সেই দম্পতি।
গোবিন্দ রায়, বসিরহাট: আদপে তাঁরা বাংলাদেশের বাসিন্দা। সেই দেশের ভোটার তালিকায় নামও জ্বলজ্বল করছে! এদিকে এপারেও ভারতে বানিয়ে ফেলেছেন পরিচয়পত্র! এদেশের ভোটার কার্ডও তাঁদের সঙ্গে রয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ সামনে আসার পরই আকবর আলি গাজি ও ফারহানা গাজি নামে ওই দম্পতি গা ঢাকা দিয়েছেন বলে খবর। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে।
বাংলাদেশের বাসিন্দা আকবর আলি গাজি ও ফারহানা গাজি সীমান্ত পেরিয়ে এদেশে এসেছিলেন। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানা এলাকার মাখালগাছা পঞ্চায়েত এলাকায় ওই দম্পতির আত্মীয়ের বাড়ি। ওই বাড়িতেই বাংলাদেশি দম্পতি থাকতে শুরু করেছিলেন বলে খবর। অভিযোগ, ২০১৯ সালে ওই দম্পতি ভারতে এসেছিলেন। বৈধ কাগজপত্রের মাধ্যমে তাঁরা এদেশে এসেছিলেন? নাকি অনুপ্রবেশকারী হিসেবে লুকিয়ে সীমান্ত পার হয়েছিলেন? সেই প্রশ্ন উঠেছে। আত্মীয় গিয়াসউদ্দিন গাজির বাড়িতেই তাঁরা এতদিন ধরে থাকছিলেন বলে খবর। অভিযোগ, তাঁরা বাংলাদেশে ফিরে যাননি। উপরন্তু এদেশের ভোটার কার্ডও বানিয়েছিলেন। সেই পরিচয়পত্র জাল বলেই প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে।
স্থানীয় পঞ্চায়েত সদস্য ইবাদুল সানা জানিয়েছেন, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। ২০২৩ সালে পঞ্চায়েত সদস্য হওয়ার পর থানা, জেলাশাসকের দপ্তরে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়েছে। স্থানীয়দের তরফেও ওই দম্পতির বিরুদ্ধে বাংলাদেশি বলে অভিযোগ উঠতে শুরু হয়েছে। ঘটনা জানাজানি হতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। স্থানীয় পঞ্চায়েত সদস্য ইবাদুল সানার দাবি, অবিলম্বে এই দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ঘটনার কথা জানাজানি হতেই ওই দম্পতি গা ঢাকা দিয়েছে বলে খবর। পুলিশ-প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.