Advertisement
Advertisement

Breaking News

Jalpaiguri

ট্রাকে তল্লাশি চালাতেই বড় সাফল্য পুলিশের, জলপাইগুড়িতে কোটি টাকার নিষিদ্ধ শব্দবাজি আটক

ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি।

Banned fireworks worth crores seized in Jalpaiguri

নিষিদ্ধ বাজি উদ্ধার ধূপগুড়িতে। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:August 17, 2025 5:43 pm
  • Updated:August 17, 2025 6:17 pm   

শান্তনু কর, জলপাইগুড়ি: দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। বিভিন্ন জায়গায় তুঙ্গে প্রস্তুতি। এর মধ্যেই বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি জেলা পুলিশ। কোটি টাকার নিষিদ্ধ শব্দবাজি আটক হল। ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি। পুজোর আগে কি তাহলে শহরে নিষিদ্ধ শব্দবাজি ঢোকা শুরু হয়ে গেল? সেই প্রশ্ন উঠেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ধূপগুটি থানা এলাকার। গোপন সূত্রে গতকাল, শনিবার রাতে খবর গিয়েছিল। সেই মতো অভিযানে নামেন তদন্তকারীরা। ধূপগুড়ি রোডের উপর একটি পেট্রলপাম্পে একটি ট্রাককে দাঁড়িয়ে থাকতে গেলে সন্দেহ হয় পুলিশের। ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ শুরু করতেই কথায় অসঙ্গতি ধরা পড়ে। তারপরই পুলিশ ট্রাকে তল্লাশি চালায়। হতবাক হন তদন্তকারীরা। দেখা যায়, ট্রাকের ভিতর সার দিয়ে সাজান আছে নিষিদ্ধ শব্দবাজি। তারপরই ট্রাকের চালক দীনেশ যাদবকে গ্রেপ্তার করা হয়। ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকে প্রায় ৫১ রকমের বাজি ছিল। সেগুলির মধ্যে অধিকাংশই নিষিদ্ধ শব্দবাজি। ধৃত ব্যক্তি নদিয়ার হরিণঘাটার বিরহীহাট এলাকার বাসিন্দা। কাদের মাধ্যমে ওই বাজি পাঠানো হয়েছে? ধূপগুড়িতে কার কাছে ওই বিপুল পরিমাণ বাজি নিয়ে যাওয়া হচ্ছিল? সেসব জানার জন্য পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মহালয়ার আগেই ওই বিপুল পরিমাণ বাজি জেলায় মজুতের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। ধৃতকে এদিন আদালতে তোলা হয়েছে বলে খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ