Advertisement
Advertisement

Breaking News

Bantala

চুরির অপবাদ না কি পরকীয়া? নলবন ভেড়িতে যুবকের গলাকাটা দেহ উদ্ধার ঘিরে ঘনাচ্ছে রহস্য

দেহের পাশে পড়ে বিড়ির প্যাকেট, মোবাইল, রুমাল, জলের বোতল।

Beheaded body found near Bantala

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:May 17, 2025 7:01 pm
  • Updated:May 17, 2025 7:01 pm   

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ভেড়ির ধারে পড়ে যুবকের গলাকাটা দেহ! পাশে পড়ে বিড়ির প্যাকেট, মোবাইল, রুমাল, জলের বোতল। শনিবারের এই ঘটনায় তোলপাড় বানতলা চর্মনগরী লাগোয়া নলবন ভেড়ি এলাকা। পুলিশের প্রাথমিক ধারণা, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন। তবে মৃতের বিরুদ্ধে চুরির অভিযোগও ছিল। সেই জন্য কাজও হারিয়েছিলেন। মৃত্যুর সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম রাজা মণ্ডল ওরফে বাবাই। বছর তিরিশের বাবাইয়ের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ফটোর এলাকায়। উত্তর ২৪ পরগনার মালঞ্চতে বাবাইয়ের শ্বশুর বাড়ি। গত চার মাস ধরে বাবাই বাসন্তী রাজ্য সড়ক লাগোয়া কাঁটাতলা বাজার এলাকায় ঘর ভাড়া করে থাকছিলেন তিনি। ওই বাজারেই সত্যজিৎ মণ্ডলের ভাতের হোটেলে কাজ করতেন। এর মাঝেই হোটেল মালিক সত্যজিতের বাড়িতে চুরি হয়। সেই ঘটনায় বাবাইকে দায়ী করে কাজ থেকে তাড়িয়ে দেন। পাশাপাশি লেদার কমপ্লেক্স থানায় তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগও দায়ের করেন। এই ঘটনার কয়েকদিন পরেই বাবাইয়ের দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের দাবি, এলাকার এক মহিলার সঙ্গে বাবাইয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। ত্রিকোণ প্রেমের জেরে বাবাইকে খুন করা হতে পারে বলে অনুমান পুলিশের।

এদিন সকালে স্থানীয় এক ডাব ব্যবসায়ী ভেড়ি এলাকায় ডাব পাড়তে গিয়ে দেখেন ভেড়ির পাড়ে এক যুবকের গলাকাটা দেহ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে লেদার কমপ্লেক্স আনার পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ। মৃতের কল লিস্ট, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ