Advertisement
Advertisement

Breaking News

Thunderstorm

টিফিনের সময় বজ্রপাত, স্কুলের মাঠেই বেঘোরে মৃত্যু বাংলার কিশোরের

হাসপাতালে নিয়ে যাওয়া হলেও হয়নি শেষরক্ষা।

Bengal's school student dies in thunderstorm
Published by: Sayani Sen
  • Posted:June 6, 2025 9:31 pm
  • Updated:June 6, 2025 9:36 pm   

অর্ণব দাস, বারাসত: টিফিনের সময় আচমকা বজ্রপাতে অঘটন। স্কুলের মাঠেই মৃত্যু হল নবম শ্রেণির এক পড়ুয়ার। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আমডাঙার নীলগঞ্জ শিক্ষায়তন স্কুলে। মৃত ছাত্রের নাম হিরণ মাইতি। বছর ষোলোর ওই পড়ুয়া আমডাঙার নীলগঞ্জ খালপাড় এলাকার বাসিন্দা।

Advertisement

শুক্রবার স্কুলের টিফিনের সময় হিরণ স্কুলের মাঠেই ছিল। তার আশেপাশে ছিল আরও কয়েকজন। আচমকা বজ্রপাত। তাতে স্কুলের মাঠে লুটিয়ে পড়ে সে। চিৎকার চেঁচামেচি শুরু করে পড়ুয়ারা। তা নজরে পড়ে স্কুল কর্তৃপক্ষের। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বারাসত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক ছাত্রকে মৃত বলে জানান। শোকে ভাসছে ছাত্রের পরিবারের লোকজন ও বন্ধুবান্ধবরা।

প্রসঙ্গত, নির্ধারিত সময়ের আগেই এবার উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। তবে তা থমকে গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনও সম্ভাবনা নেই। তবে প্রায় প্রতিদিনই বজ্রবিদ্যুৎ-সহ অল্পবিস্তর বৃষ্টি হবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তার ফলে ঘটছে প্রাণহানি।   

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ