সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্রপুর ছাত্রমৃত্যুতে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। মৃতের মায়ের দাবি, খুনের নেপথ্যে বাবা। এদিকে মৃতের বাবা কাঠগড়ায় তুলেছে মাকে। প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত যে, ঘটনার নেপথ্যে পারিবারিক কলহ। কিন্তু ঠিক ঘটেছিল তা জানার চেষ্টায় পুলিশ।
ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। এদিন নরেন্দ্রপুরের(Narendrapur) একটি জলাশয় থেকে উদ্ধার হয় এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃতের নাম অপ্রতিম দাস। তাঁর বাবা সুমন দাস ও মা বর্ণালী। সূত্রে খবর, সুমন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। সেই কারণেই স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু হয়। এক পর্যায়ে অশান্তি চরম আকার নেয়। সেই থেকে ছেলেকে নিয়ে বাপের বাড়িতেই থাকতেন বর্ণালী। এই পরিস্থিতিতে অপ্রতিমের রহস্যমৃত্যু। বাবা ও মা, উভয়ের তরফেই পরস্পরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মৃতের মায়ের দাবি, তাঁর স্বামী অর্থাৎ অপ্রতিমের বাবার একাধিক সম্পর্ক রয়েছে। তা নিয়ে অশান্তি ছিলই। সেই কারণেই ছেলেকে খুন করেছে স্বামী। এদিকে মৃতের বাবার দাবি, স্ত্রী ছেলেকে খুনের নেপথ্যে। ঠিক কী ঘটেছে অপ্রতিমের সঙ্গে? নেপথ্যে সত্যিই পারিবারিক অশান্তি? জানার চেষ্টায় পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.