অর্ণব দাস, বারাসত: বাঁশবাগানে পড়ে যুবকের দেহ। মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য। পরিবারের অভিযোগ, পাড়ার এক বিবাহিত মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন যুবক। রাতবিরেতে তাঁর ডাকে সাড়া দিয়ে আর ফেরা হল না যুবকের। বুধবার সকালে নৈহাটি দোগাছিয়া এলাকার বাঁশবাগান থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুব্রত হালদার (২৫)। পরিবারে অভিযোগ, পড়শি গৃহবধূর সঙ্গে পরকীয়ায় সম্পর্কে জড়িয়ে পড়েন সুব্রত। মৃতের বোনের দাবি, মঙ্গলবার রাতে সেই গৃহবধূ মোমো খাবার জন্য ডাকেন। তার পর থেকে তিনি বাড়ি ফেরেনি বলে জানায় পরিবার। তাদের দাবি, অভিযুক্ত মহিলা চিঙ্কি ও তাঁর পরিবার সুব্রতর কাছ থেকে টাকা ধার নিত। ওই মহিলা, তাঁর বোন এবং মহিলার স্বামী মিলে যুবককে খুন করেছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, বাড়ির পাশের বাঁশবাগান সংলগ্ন পুকুরের পাশ থেকে যুবকের মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা প্রথমে খবর দেন নৈহাটি থানার পুলিশকে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে ময়নাতদন্তে পাঠায়। তবে কী কারণে যুবকের মৃত্যু তা এখনও পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট আসলেই বোঝা যাবে আসল সত্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.