Advertisement
Advertisement

Breaking News

Budge Budge

বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহ! মুম্বইয়ে বজবজের বধূকে ‘হেনস্তা’

২৪ ঘণ্টা আটক করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

Budge Budge woman allegedly hackled in Mumbai
Published by: Sayani Sen
  • Posted:August 10, 2025 9:32 pm
  • Updated:August 11, 2025 9:33 pm   

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বাংলাভাষী হওয়ায় বাংলাদেশি সন্দেহ! মুম্বই পুলিশের জালে দক্ষিণ ২৪ পরগনার বজবজের এক গৃহবধূ। ২৪ ঘন্টা আটক করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই গৃহবধূর সমস্ত নথিপত্রও যাচাই করে মুম্বই পুলিশ। শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ও বজবজ পুলিশ প্রশাসনের সহযোগিতায় ২৪ ঘন্টা পর শুক্রবার রাতে ওই গৃহবধূকে ছেড়ে দেয় মুম্বই পুলিশ।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বজবজ ১ নম্বর ব্লকের উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা জাহির জমাদার। স্ত্রী সোমা বিবি এবং দুই ছেলে ও পুত্রবধূদের নিয়ে কর্মসূত্রে মুম্বই থাকতেন জাহির। গত বছর দুই ছেলে তাঁদের স্ত্রীদের নিয়ে বজবজে ফিরে আসেন। এরপর চলতি বছরের জানুয়ারিতে বাড়ি ফিরে আসেন জাহিরও। সোমা থেকে যান মুম্বইতেই। প্রায় ছয় বছর ধরে নভি মুম্বইয়ের শিরোনাবাজারে একটি শপিংমলে ও সেখানে আরও দু’টি বাড়িতে পরিচারিকার কাজ করেন সোমা। তাঁর স্বামী জাহির ওই বিল্ডিংয়েই নিরাপত্তারক্ষীর কাজ করতেন।

পরিবারের দাবি, গত বৃহস্পতিবার কাজ সেরে রাত আটটা নাগাদ খাবার কিনে ছেলের সঙ্গে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যখন হাঁটছিলেন সোমা বিবি। বাংলাদেশি সন্দেহে মুম্বই পুলিশের এক মহিলা অফিসার তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। তাঁকে পুলিশ লকআপে না রাখলেও থানায় বসিয়ে রেখে দীর্ঘ সময় ধরে জেরা চলে। এদিকে, এই খবর জানতে পেরে বজবজের উত্তর রায়পুর পঞ্চায়েতের সহযোগিতায় সোমা বিবির পরিবার বজবজ পুলিশের সঙ্গে যোগাযোগ করে। যোগাযোগ করা হয় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও। সোমা বিবির বড় ছেলে সাহাবুদ্দিন জমাদার জানিয়েছেন, সাংসদের তৎপরতায় এবং বজবজ থানার পুলিশের সহযোগিতায় শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ তাঁকে ছেড়ে দেয় মুম্বই পুলিশ। সাহাবুদ্দিন জানান, মাকে ফিরিয়ে আনতে ট্রেনের টিকিট কাটছেন তাঁরা। মুম্বইতে তাঁকে আর পাঠাতে রাজি নন সোমা বিবির পরিবার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ