শান্তনু কর, শিলিগুড়ি: সাতসকালে ধূপগুড়িতে দুর্ঘটনা। রাস্তার ধারে দোকানে ধাক্কা এমপি রাজ্যসভা লেখা সাদা গাড়ির। ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। গাড়িতে থাকা তরুণী ও যুবক অল্প আহত। বরাত জোরে প্রাণে বাঁচেন দোকানে ভিতরে শুয়ে থাকা মালিক। তবে রহস্য দানা বেঁধেছে গাড়িটি নিয়ে।
শনিবার পাঁচটা নাগাদ গাড়িটি ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টাইম কলে ধাক্কা মারে। তারপর পাশের একটি দোকানে ঢুকে পড়ে। সেই দোকানের মধ্যেই ছিলেন ব্যবসায়ী নিরঞ্জন দত্ত। কোনও রকমে বাঁচেন তিনি ও কয়েকজন পথচারী। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। দেখেন ‘এমপি রাজ্যসভা’ লেখা গাড়ি থেকে বেরিয়ে আসছেন এক যুবক ও তরুণী। তারা অল্প আহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। দুই আরোহী ও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কী করে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন, এই সময়ে অনেকেই প্রাতঃভ্রমণে বেরন। রাস্তায় বেশি লোক থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।
এদিকে রহস্য দানা বেঁধেছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি নিয়ে। ‘এমপি রাজ্যসভা’ ওই গাড়িটি কার? যুবক ও তরুণীকে জিজ্ঞাসা করা হলে তাঁরাও উত্তর দিতে চাননি। স্থানীয় বাসিন্দাদের দাবি, গাড়িটি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের গাড়ি। তবে পুলিশ এখনও বিষয়টি নিয়ে কিছু স্পষ্ট করেনি। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.