Advertisement
Advertisement

Breaking News

Bula Chowdhury

বুলা চৌধুরীর পদ্মশ্রী চুরির তদন্তে CID, তথ্য সংগ্রহ আধিকারিকদের

পদ্মশ্রী ছাড়াও একাধিক মেডেল হিন্দমোটরের বাড়ি থেকে চুরি যায়।

CID probe in swimmer Bula Chowdhury's Padmashri award stolen case
Published by: Sayani Sen
  • Posted:August 16, 2025 2:11 pm
  • Updated:August 16, 2025 2:40 pm   

সুমন করাতি, হুগলি: প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়ি থেকে পদ্মশ্রী চুরির ঘটনায় তোলপাড়। তদন্তে নামল সিআইডি। শুক্রবার সকালে সিআইডি আধিকারিক এবং ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা ওই বাড়িতে যান। নমুনা সংগ্রহ করেন তাঁরা। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, দুষ্কৃতীরা স্থানীয় কেউ। তারা জানত বাড়ি ফাঁকা থাকে। আর সেই সুযোগে ঘরে ঢুকে লুটপাট চালায়।

Advertisement

হিন্দমোটরের দেবাইপুকুর রোডে বুলা চৌধুরীর আদি বাড়ি। বর্তমানে সপরিবারে বুলা চৌধুরী কলকাতার কসবায় ফ্ল্যাটে থাকেন। তাই তাঁর আদি বাড়ি ফাঁকাই থাকে। মাঝেমধ্যে উত্তরপাড়ার এই বাড়িটি দেখাশোনা করেন বুলার ভাই মিলন চৌধুরী। তিনি কিছুটা দূরে থাকেন। স্বাধীনতা দিবসে ছুটি ছিল মিলনের। দিদির নির্দেশমতো এদিন তিনি ঘর পরিষ্কার করাতে যান। বাড়িতে ঢুকে তাজ্জব হয়ে যান। দেখেন পিছনের দিকে থাকা গেট ভাঙা। ঘর লণ্ডভণ্ড। বুলা চৌধুরীর জেতা মেডেল, স্মারক সব চুরি গিয়েছে। শুধু তাই নয়। বাথরুমের কল, ঠাকুরের জিনিসপত্র, লক্ষ্মীর ভাঁড়ও চুরি হয়ে গিয়েছে। প্রায় সঙ্গে সঙ্গে উত্তরপাড়া থানায় অভিযোগ জানান।

এদিকে, চুরির খবর পাওয়ামাত্র কলকাতা থেকে উত্তরপাড়ায় যান বুলা। বাড়িতে ঢুকে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, এই বাড়িটিতে আগেও চুরির ঘটনা ঘটেছিল। থানায় অভিযোগ জানানো হয়। তবে তদন্ত হয়নি বলেই অভিযোগ তাঁর। তারই মাঝে ফের চুরি। এই প্রসঙ্গে পদ্মশ্রী সাঁতারু আরও বলেন, “মেডেল কেন নিচ্ছে? সেগুলোর কোনও দাম পাবে না। সেগুলো আমার জীবনের সম্পদ। কেরিয়ারের প্রাপ্তি। আমার বাড়ি ফাঁকা থাকে বলে প্রতিবার এটাকে টার্গেট করা হচ্ছে।” এই ঘটনার পর শনিবার উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল, এসিপি ৩ আলি রাজা, ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস ঘটনার তদন্ত শুরু করেন। কয়েকজন পরিচিত দুষ্কৃতীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ