বাবুল হক, মালদহ: টিচার ইন চার্জের দায়িত্ব ও মিড ডে মিলে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা মালদহের স্কুলে। ক্যাম্পাসেই অশ্লীল গালিগালাজের পাশাপাশি হাতাহাতিতে জড়ালেন শিক্ষকরা। ঘটনাস্থল মালদহের বামনগোলা জগদলা উচ্চ বিদ্যালয়। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল শিক্ষকদের মারামারির ভিডিও। যা দেখে রীতিমতো হতবাক আমজনতা।
জানা গিয়েছে, চলতি বছরই বামনগোলা জগদলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসর নিয়েছেন। এর পরই টিচার ইন চার্জের দায়িত্ব কার কাঁধে যাবে, তা নিয়ে শুরু হয় অশান্তি। পরবর্তীতে তপন মণ্ডল নামে এক শিক্ষককে ওই দায়িত্ব দেওয়া হয়। তাতেও সমস্যা মেটেনি। পরে ডিআইয়ের নির্দেশে টিআইসির দায়িত্ব পান সিনিয়র শিক্ষক জিতেন্দ্র বর্মন। এতে অশান্তি চরম আকার নেয়। প্রতিদিনই ঝগড়া লেগেই থাকত।
এরই মাঝে মিড ডে মিলে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। স্কুলের বিরুদ্ধে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জমা করেন অভিভাবকরা। এর পরই স্কুলের ভিতর হাতাহাতিতে জড়িয়ে পড়েন জীবন বিজ্ঞান ও ওয়ার্ক এডুকেশনের শিক্ষক। অশ্লীল ভাষায় একে অপরকে গালিগালাজও করেন। গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। যা নিয়ে নিন্দার ঝড় বইছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.