সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যারাম বোর্ডের উদ্বোধনে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। সেই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কটাক্ষের বন্যা। ছবিটি শেয়ার করে খোঁচা দিতে ছাড়লেন না তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যও। পালটা দিয়েছেন বিধায়কও।
বিষয়টি ঠিক কী? সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, দলের কর্মী, সমর্থকদের পাশে দাঁড়িয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। সামনে রাখা একটি ক্যারাম বোর্ড। ফিতে কেটে সেটি উদ্বোধন করছেন অগ্নিমিত্রা। সেই ছবিটি ফেসবুকে পোস্ট করে দেবাংশু লিখলেন, “ক্যারাম বোর্ডের উদ্বোধন করলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। ২০২৬-এ ভোটে জিতলে চাইনিজ চেকার, রুমাল চোরের রুমাল এমনকী লুডোরও উদ্বোধন করবেন আশা করি।” কমেন্ট বক্সে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, “এর থেকে পুরনো পেশা কাপড় বিক্রি করলে ভালো করতো।”
পালটা দিয়েছেন অগ্নিমিত্রা পল। দেবাংশুর করা পোস্টটি শেয়ার করে লিখেছেন, “ভাইটি ছেলেদের চুরি করতে তো উৎসাহিত করছি না। যেটা তোমাদের দল আর তোমার নেত্রী করে থাকেন। যে চুরির অনুপ্রেরণায় তোমরা বেড়ে উঠছ। যুবকদের ক্যারাম বোর্ড হাতে তুলে দিতে পেরে আমার খুব ভালো লেগেছে। এরা শিক্ষিত বেকারদের নিয়ে খেলবে না। এরা হিন্দুদের জীবন নিয়ে খেলবে না। এরা খুনের হোলি খেলবে না। এরা ক্যারাম খেলবে। তোমরা এখনও যোগ্য শিক্ষকদের জীবন নিয়ে খেলে চলেছ। তোমাদের সুস্থ চিন্তা করার বোধ শেষ হয়ে গিয়েছে। শুধু মানুষ ঠকানোর কারবার। ও হ্যাঁ, চিড়িয়াখানায় পশু জন্ম নিলেও কার অনুপ্রেরণাতে নেয়!! ভুলে যেওনা ভাইটি !!!!”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.