Advertisement
Advertisement

Breaking News

Basanti

দরজা ভেঙে ঢুকে দম্পতিকে এলোপাথাড়ি কোপ! বাসন্তীতে রক্তারক্তি

এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Couple allegedly attacked by a man in Basanti
Published by: Sayani Sen
  • Posted:August 16, 2025 9:33 am
  • Updated:August 16, 2025 9:45 am   

দেবব্রত মণ্ডল, বারুইপুর: নিশুতি পাড়া। রাতে ঘুমোচ্ছিলেন সকলে। তার মাঝে দরজা ভেঙে ঘরে ঢুকে দম্পতিকে এলোপাথাড়ি কোপ। শুক্রবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার আমঝাড়া পঞ্চায়েতের তালদা শিকারী পাড়ায় চাঞ্চল্য। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন অভিযুক্ত দম্পতির উপর হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Advertisement

বাসন্তী থানার আমঝাড়া পঞ্চায়েতের তালদা শিকারী পাড়ার বাসিন্দা তপন মণ্ডল ও প্রতিমা মণ্ডল। শুক্রবার রাতে ঘুমোচ্ছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় পাড়ার যুবক চিন্তামণি পুরকাইত দরজা ভেঙে ঢুকে পড়ে। হাতে কুড়ুল ছিল তার। অভিযোগ, ঘরে ঢুকে কুড়ুল দিয়ে দম্পতিকে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে। দম্পতির চিৎকারে প্রতিবেশীদের ঘুম ভাঙে। তাঁরা দৌড়ে আসেন। অভিযুক্ত চিন্তামণিকে ধরে ফেলে। তাকে বাসন্তী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রক্তাক্ত অবস্থায় দম্পতিকে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দম্পতির শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় বাসিন্দা মহাদেব গায়েন বলেন, “চিন্তামণি বেশ কিছুদিন মানসিক বিকারগ্রস্তের মতো ঘোরাঘুরি করছিল। সকলকে প্রাণনাশের হুমকি দিচ্ছিল। আচমকা শুক্রবার রাতে মণ্ডল দম্পতির বাড়িতে চড়াও হয়। কুড়ুল দিয়ে কোপ মারে। অভিযুক্ত চিন্তামণি পুরকাইতকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি। কেন যে এমন করল বোঝা যাচ্ছে না।” ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। হামলার কারণের খোঁজে তদন্তকারীরা। ধৃতকে জেরা করে এই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ