Advertisement
Advertisement

Breaking News

Train

নিউ জলপাইগুড়ি স্টেশন সংস্কারের জের, আংশিক বন্ধ শতাব্দী এক্সপ্রেস, বাতিল বহু ট্রেন

স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে যাতায়াতকারীরা সমস্যায় পড়ছেন।

Due to maintenance train service disrupted in North Eastern Railway
Published by: Sayani Sen
  • Posted:August 16, 2025 10:41 am
  • Updated:August 16, 2025 10:41 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ জলপাইগুড়ি স্টেশনের সংস্কারের জের। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে খবর, আগামী ২০ আগস্ট পর্যন্ত ঘুরপথে চলবে একাধিক ট্রেন। বেশ কয়েকটি ট্রেন বাতিলও করা হয়েছে। তার ফলে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে যাতায়াতকারীরা সমস্যায় পড়ছেন।

Advertisement

একনজরে দেখে নেওয়া যাক কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে।
* ৫৫৭৪৯ এনজেপি-হলদিবাড়ি প্যাসেঞ্জার (১৭–২০ আগস্ট)
* ৫৫৭৫২ হলদিবাড়ি-এনজেপি প্যাসেঞ্জার (১৭-২০ আগস্ট)
* ১৫৭১০ এবং ১৫৭০৯ এনজেপি-মালদা টাউন-এনজেপি এক্সপ্রেস (১৭-২০ আগস্ট)
* ১৫৭০৩ এবং ১৫৭০৪ এনজেপি-বঙ্গাইগাঁও-এনজেপি এক্সপ্রেস (১৭-২০ আগস্ট)
* ৭৫৭২১ শিলিগুড়ি জংশন-হলদিবাড়ি ডিইএমইউ (১৯ আগস্ট)
* ৭৫৭২২ হলদিবাড়ি-শিলিগুড়ি জংশন ডিইএমইউ (২০ আগস্ট)
* ৫৫৭৫০ হলদিবাড়ি-এনজেপি প্যাসেঞ্জার (১৩-২০ আগস্ট)
* আলিপুরদুয়ার জংশন-এনজেপি ট্যুরিস্ট এক্সপ্রেস (১৩-২০ আগস্ট)

বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। সেগুলি হল:

* ১২০৪১ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস ১৯ আগস্ট নিউ জলপাইগুড়ির বদলে কিষানগঞ্জ থেকে ছাড়বে।
* ১২০৪২ নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস ২০ আগস্ট নিউ জলপাইগুড়ির বদলে কিষানগঞ্জ থেকে ছাড়বে।
* ৫২৫৪১ এবং ৫২৫৪০ এনজেপি-দার্জিলিং টয়ট্রেন ১৯ আগস্ট নিউ জলপাইগুড়ি স্টেশনের বদলে শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে। ফিরতি পথেও যাত্রাপথ শিলিগুড়ি জংশনেই শেষ হবে।

ট্রেন বাতিল এবং যাত্রাপথ বদলের ফলে স্বাভাবিকভাবেই সমস্যায় যাতায়াতকারীরা। তবে সংস্কারের কাজ শেষ হওয়ামাত্রই পরিষেবা স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ