রঞ্জন মহাপাত্র, কাঁথি: পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের রামনগর। আক্রান্ত বিজেপির টিকিটে নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাঁদের বিডিও অফিসে ঢুকতে বাধা ও মহিলা প্রার্থীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শেষপর্যন্ত পুলিশি নিরাপত্তায় রামনগরের তালগাছাড়ি ১ গ্ৰাম পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়া শেষ হয়। প্রধান নির্বাচিত হয়েছেন নির্দল তৃপ্তি বারিক পুষ্টি। উপপ্রধান সিপিএমের রাজকুমার দাস।
[পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়াকে সন্ত্রাসমুক্ত করার আরজি, হাই কোর্টে মামলা বিজেপির]
এবারের পঞ্চায়েত ভোটে রামনগরের তালগাছাড়ি ১ গ্ৰাম পঞ্চায়েতে একটিও আসন পায়নি শাসকদল। সাত আসনের পঞ্চায়েতে চারটি আসনে জিতেছে বিজেপি। সিপিএম পেয়েছে ১টি আসন। বাকি দুটি আসন গিয়েছে নির্দলদের দখলে। শুক্রবার সকাল থেকে পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ছিল রামনগর বিডিও অফিসে। মোতায়েন ছিলেন প্রচুর পুলিশকর্মীরা। কিন্তু, তাতেও অশান্তি এড়ানো গেল না। বিজেপি-সহ বিরোধী দলের জনপ্রতিনিধিরা যখন বিডিও অফিসে ঢুকতে যান, তখন তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ভোটে জিততে না পেরে অশান্তি পাকিয়েছেন শাসকদলের কর্মী-সমর্থকরা। এমনকী, গেরুয়া শিবিরে মহিলা পঞ্চায়েত সদস্যদের শ্লীলতাহানিও করা হয়েছে। এই ঘটনা কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের রামনগর বিডিও অফিস চত্বরে। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। কোনওমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অশান্তি হলেও, তালগাছাড়ি ১ গ্ৰাম পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়া অবশ্য থেমে থাকেনি। পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন নির্দল তৃপ্তি বারিক পুষ্টি। উপপ্রধান সিপিএমের রাজকুমার দাস। তবে শুধু পূর্ব মেদিনীপুরের রামনগরের তালগাছাড়ি ১ গ্ৰাম পঞ্চায়েতই নয়, রাজ্যের অনেক পঞ্চায়েতেই ভাল ফল করেছে বিজেপি। বোর্ড গঠন প্রক্রিয়াকে সন্ত্রাসমুক্ত করার আরজি জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছে দলের নেতা সায়ন্তন বসু।
[ মালবাজার মডেল স্কুলে ভূতের আতঙ্ক, বাসিন্দাদের সচেতনতার পাঠ বিজ্ঞান মঞ্চের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.