অর্ণব আইচ: অনলাইনে স্পোর্টস ইভেন্ট আয়োজন করে জুয়াচক্র চালানোর অভিযোগ। দু’জনকে গ্রেপ্তার করল ইডি। জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাদের। বুধবার ধৃতদের কলকাতার নগর দায়রা আদালতে তোলা হয়। ধৃতদের ১৩ জুন পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালতের মুখ্য বিচারক সুকুমার রায়।
ধৃতরা হল সোনু ঠাকুর এবং বিশাল ভরদ্বাজ। ইডি সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে অনলাইনে স্পোর্টস ইভেন্ট নিয়ে একটি জুয়াচক্র চালানো হচ্ছিল। সূত্রের খবর, বিদেশ থেকে এই অনলাইন জুয়াচক্র নিয়ন্ত্রণ করা হত। ওই জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা হাতানো হয়েছিল। একাধিক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফৎ টাকা লেনদেন করা হত বলেই অভিযোগ। তদন্তে নেমে গোয়েন্দারা প্রায় একশোটি অ্যাকাউন্টের হদিশ পান। সেই অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করা হয়।
জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার করা হয় ধৃতদের। কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায়ের এজলাসে হাজির করা হয়। আদালতে দাঁড়িয়ে তদন্তকারীরা জানান, ধৃত দু’জনকে আরও জিজ্ঞাসাবাদ করা দরকার। ইডি হেফাজতের আবেদন করা হয়। এরপর ধৃত দু’জনকে আগামী ১৩ জুন পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত, কতদূর পর্যন্ত ছড়িয়ে জুয়াচক্রের জাল – তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.