Advertisement
Advertisement

Breaking News

Birbhum

পরকীয়ায় জড়ানো বউমাকে সংসারী করার চেষ্টা! শ্বশুরকে খুন করে পাঁকে পোঁতার অভিযোগ

পুলিশ গ্রামেরই দুই যুবককে আটক করে।

Elderly man allegedly murdered in Birbhum as he scolded daughter in law

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:July 7, 2025 9:14 pm
  • Updated:July 7, 2025 9:14 pm   

নন্দন দত্ত, সিউড়ি: পরকীয়ায় জড়িয়েছিল বউমা। শাসন করায় প্রাণ গেল শ্বশুরের! প্রৌঢ়কে খুন করে পুকুরের পাঁকে দেহ পুঁতে দেওয়ার অভিযোগে তোলপাড় বীরভূমের মল্লারপুর থানার রাতমা গ্রাম।

Advertisement

সোমবার সকালে রাতমা গ্রামের একটি পুকুরের পাড় থেকে তমাল বাগদি নামে ৫৫ বছরের এক প্রৌঢ়ের দেহ উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ। রবিবার তাঁকে খুন করে পুকুরের পাঁকে পুঁতে দিয়ে যায় খুনিরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক। খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ দুজনকে আটক করেছে মল্লারপুর থানা। তবে দেহটি উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজে পাঠানো হয়। পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করে পুকুরের পাড়ে নিয়ে গিয়ে দেহটি পুঁতে ফেলা হয়।

রবিবার সন্ধ্যায় নিজের জমিতে চাষের কাজ দেখতে গিয়ে আর বাড়ি ফেরেননি তমালবাবু। তাঁর স্ত্রী সুশারি বাগদি জানান, “বিকেল পাঁচটায় জমির চাষ দেখতে যায়। ভাগ্নের সঙ্গে শেষ দেখা হয়। তাঁকে স্বামী এগিয়ে যেতে বলে। কিন্তু বাড়ি না ফেরায় রাতে খোঁজাখুঁজি করেও কিছু পাইনি।” গ্রামবাসীরা জানায়, তমালবাবু ভুলবশত কোথাও চলে গিয়েছে বলে গ্রামে রটে যায়। কিন্তু জমি থেকে কিছুটা দূরে পুকুরের পাড়ে নতুন মাটি খোঁড়া দেখে সন্দেহ হয়। খোঁড়াখুঁড়ি করতেই তমালের দেহ উদ্ধার হয়। পরিবারের লোক তাঁকে শনাক্ত করে। সুশারি দেবীর অভিযোগ, তাঁদের বউমা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তাঁকে শাসন করায় বউমা, তাঁর বাবা, গ্রামের লক্ষণ বাগদি ও মনোজ বাগদি এই খুনে জড়িত।” পুলিশ গ্রামেরই দুই যুবককে আটক করে। তার মধ্যে বউমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত থাকা সেই যুবকও আছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ