প্রতীকী ছবি
অর্ণব দাস, বারাকপুর: বাড়িতে একা থাকা বৃদ্ধার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা! কুকর্ম বাঁধা পেয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের শ্যামনগর পীরতলা এলাকায়। অভিযুক্তকে হাতেনাতে ধরেন স্থানীয়রা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃত বৃদ্ধার নাম প্রতিমা বেরা। তাঁর প্রতিবেশী ধৃতের বিপ্লব সরকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাড়িতে একাই থাকেন প্রতিমাদেবী। তার তিন মেয়ে অন্যত্র থাকেন। সকালে এক মেয়ে আর সন্ধ্যায় আরেক মেয়ে এসে বৃদ্ধাকে খাওয়ার দিয়ে যান। সেই মতো এদিন সকালে এক মেয়ে ফোন করে প্রতিমাদেবীকে না পেয়ে প্রতিবেশীদের জানান। স্থানীয়রা তাঁর বাড়িতে ছুটে এসে দেখেন ঘরের দরজা খোলা। মেঝেতে পড়ে রয়েছে বৃদ্ধার মৃতদেহ।
মৃতার ভাইপো রাজ আচার্য্যর কথায়, “অম্বুবাচীর উপোস করবে বলে পিসি এদিন সকালে ফল কাটছিলেন। তখন আমাদের পাড়ারই ছেলে বিপ্লব পিসির সঙ্গে নোংরামো করার চেষ্টা করেন। বাধা পেয়ে ধাক্কা মেরে ফেলে গলা টিপে খুন করে পালিয়ে যায়। প্রতিবেশী জেঠিমা ওকে পিসির ঘরে ঢুকতে দেখেছেন। পরে বিপ্লব সরকারকে ধরে জিজ্ঞাসা করলে সবার সামনেই সে ঘটনার কথা স্বীকার করেছে।”
এদিকে উত্তেজিত জনতা অভিযুক্ত বিপ্লব সরকারকে হাতে নাতে ধরে নেন। তাকে মারধরের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর করা ভিডিওতে অভিযুক্ত বিপ্লবকে বলতে দেখা গিয়েছে, “প্রতিমা বেড়া আমার বাড়ির ফুল চুরি করত, সেটা বলাতেই আমাকে গালিগালাজ করে। তখন আমি ধাক্কা দিলে পরে যায়। ফের গালিগালাজ করলে একটা চড় মেরেছিলাম।” অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুকেশ বিশ্বাস। তিনি জানিয়েছেন, “খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ওনার মেয়ে এদিন ফোনে না পেয়ে প্রতিবেশীদের জানালে দেখা যায় দরজা খোলা। মেঝেতে দেহ পরে রয়েছে। গলায় সোনার চেন ছিঁড়ে পড়ে রয়েছে, হাতের থেকেও চুরি খোলার চেষ্টা হয়েছে। কপালে, গলায়, হাতে আঘাতের চিহ্ন। বোঝাই যাচ্ছে ধস্তাধস্তি হয়েছে। আলমারিও খোলা ছিল।” এদিন সকাল সাতটা থেকে আটটার মধ্যে বিপ্লব সরকার ঘরে ঢুকেছিল বলেই স্থানীয়রা জানিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.