Advertisement
Advertisement

Breaking News

Maheshtala

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্যাস লিক করে আগুন! অগ্নিদগ্ধ আইসিডিএস কর্মী, চাঞ্চল্য মহেশতলায়

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Fire at Anganwadi center, ICDS worker burnt in Maheshtala
Published by: Subhankar Patra
  • Posted:October 10, 2025 2:19 pm
  • Updated:October 10, 2025 2:19 pm   

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: গ্যাস লিক করে অগ্নিকাণ্ড অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। আংশিক অগ্নিদগ্ধ হয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। শুক্রবার সকাল ৮টা ১০ নাগাদ ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর-মহেশতলা ব্লকের আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আশুতি মোল্লাপাড়া শিশুশিক্ষা কেন্দ্রে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

আহত আইসিডিএস কর্মীর নাম আহত ঊষা নস্কর (৫৫)। আগুন নেভাতে গিয়ে তার হাত ঝলসে গিয়েছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী করে অগ্নিকাণ্ড? প্রাথমিক অনুমান, সকালে রান্নার গ্যাস জ্বালানোর সময় পাইপ লিক করে আগুন লাগে শিশুশিক্ষা কেন্দ্রে। ঘরে চালের বস্তা ও দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে রান্নাঘরে থাকা চাল, ডাল-সহ ডিম ও অন্যান্য খাদ্যসামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। চিৎকার করেন ঊষাদেবী। ছুটে আসেন স্থানীয়রা। তারাই আগুন নিয়ন্ত্রণে আনেন। কেন্দ্রে মজুত থাকা আরও সিলিন্ডার তারা পাশের পুকুরে ফেলে দেন। বড়সড় দুর্ঘটনা এড়াতে স্কুলের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আজ স্কুল বন্ধ রাখা হয়েছে।

এই কেন্দ্রে অঙ্গনওয়াড়ির পাশাপাশি মিড ডে মিলেরও রান্না হয়। দুর্ঘটনাস্থলে সময় কোনও শিশু ছিল না। পড়ুয়ারা থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করছেন সকলে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ” রান্না করার সময় আগুন লাগে। চিৎকারল শুনে আমার ছুটে আসি। পাড়া প্রতিবেশি সকলে মিলে আগুন নেভানো হয়েছে। আহত মহিলাকে হাসপাতালে পাঠানো হয়েছে। দমকলে খবর দেওয়া হলেও, সময় মতো আসেনি।” কী করে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ