ছবি: প্রতীকী
সঞ্জিত ঘোষ, নদিয়া: রানাঘাটের বিখ্যাত সোনার গয়নার শোরুমে ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত ধৃত চার। রানাঘাট ফার্স্ট ট্র্যাক আদালত বুধবার এই ঘটনায় চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার সাজা ঘোষণা করবে আদালত।
গত বছরের ২৯ আগস্ট রানাঘাট মিশন রোডের বিখ্যাত সোনার গয়নার শোরুমে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনার ১৪৯ দিনের মাথায় দোষী সাব্যস্ত করে আদালত। এই মামলায় মূল অভিযুক্ত চারজনকে বুধবার রানাঘাট মহকুমা আদালতে হাজির করানো হয়। কুন্দন কুমার যাদব, রাজু কুমার পাসোয়ান, ছোট্টু পাসোয়ান ও রিক্কি পাসোয়ানকে দোষী সাব্যস্ত করে আদালত। আরেক অভিযুক্ত মণিকান্ত যাদবের কলকাতার হাসপাতালে মৃত্যু হয়েছে। সকলেই বিহারের বাসিন্দা।
ডাকাতির ঘটনায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়। ৩৫ জনের থেকে সাক্ষ্য নেওয়া হয়। তার ভিত্তিতে চারজনকে দোষী সাব্যস্ত করে আদালত। বৃহস্পতিবার অভিযুক্তদের শাস্তি ঘোষণা করবে রানাঘাট বিচারবিভাগীয় আদালত। আইন বিশেষজ্ঞদের মতে, ওই চার দোষীর ন্যূনতম ১০ বছর অথবা যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার কথা। আদালত কী রায় দেয়, সেদিকেই নজর সকলের। এদিকে, দোষীদের আইনজীবী স্বাভাবিকভাবেই এই রায়ে সন্তুষ্ট নন। উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার ভাবনার কথাও জানান তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.