Advertisement
Advertisement

Breaking News

Usti

কবর থেকে দেহ উদ্ধার পুলিশের, নাবালিকার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য উস্তিতে

পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

girl's mysterious death creates tension in Usti

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:July 14, 2025 4:24 pm
  • Updated:July 14, 2025 4:24 pm   

সুরজিত দেব, ডায়মন্ড হারবার: এক নাবালিকার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে। ওই নাবালিকার পরিবার সকলের অজান্তে তার দেহ কবর দেয় বলে অভিযোগ। পরে পুলিশ ঘটনার কথা জানতে পারে। মাটি খুঁড়ে সেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

Advertisement

জানা গিয়েছে, উস্তির উত্তরকুসুম এলাকায় বাড়ি লিলুফা খাতুন নামে ওই নাবালিকারা। স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল সে। জানা গিয়েছে, সম্প্রতি ওই নাবালিকার সঙ্গে এলাকারই এক নাবালকের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। সে কথা জানাজানির পর দু’জনে বাড়ি থেকে পালিয়ে যায় বলেও অভিযোগ । যদিও পরে ওই নাবালিকাকে তার বাড়িতে ফিরিয়ে দিয়েছিল নাবালকের বাড়ির লোকজন।

জানা গিয়েছে, শনিবার ওই নাবালিকার মৃতদেহ বাড়িতেই উদ্ধার হয়। আর সেই রহস্যমৃত্যু ঘিরেই চাঞ্চল্য দানা বেঁধেছে। অভিযোগ, ওই মৃত্যুর কথা নাবালিকার পরিবার কাউকেই জানতে দেননি। স্থানীয়দের অজান্তে বাড়ির অদূরে ওই নাবালিকার মৃতদেহ কবর দেওয়া হয় বলে অভিযোগ। যদিও সেই ঘটনা চাপা থাকেনি। রবিবার সেই কথা জানাজানি হয়। পুলিশের কাছে খবর পৌঁছয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কবর থেকে মৃতদেহ উদ্ধার করে সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ‘খুন’ নাকি ‘আত্মহত্যা’ সেই প্রশ্ন উঠেছে। নাকি বাড়িতেই শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে? কেন পরিবারের লোকজন কাউকে কিছু জানাল না? সকলের অজান্তে কেন পরিবারের লোকজন মৃতদেহ কবর দিল? সেইসব প্রশ্ন উঠছে। পুলিশ তথ্য পেতে মৃতার পরিবারের সদস্যদের জেরা করছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ