Advertisement
Advertisement

Breaking News

Maldah

সর্ষের মধ্যেই ভূত! মালদহে দুর্গা প্রতিমার সোনার গয়না চুরি, গ্রেপ্তার ২ সিভিক ভলান্টিয়ার

চুরি যাওয়া গয়না উদ্ধারে খোঁজ চালাচ্ছে পুলিশ।

Gold ornaments of Durga idol stolen in Maldah, 2 civic volunteers arrested

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:October 2, 2025 1:23 pm
  • Updated:October 2, 2025 1:23 pm   

বাবুল হক, মালদহ: দুর্গা প্রতিমার গা থেকে সোনার গয়না চুরি! সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাজ্জব সকলে। কারণ, সেই অলঙ্কার চুরি করছেন সিভিক ভলান্টিয়ার! সর্ষের মধ্যেই ভূত? ঘটনার তদন্তে নেমে ওই দুই অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের গাজোলে।

Advertisement

জানা গিয়েছে, গাজোলের একলাখি গান্ধী মোড় সার্বজনীন পুজোর মণ্ডপে সাধারণ মানুষের ভিড় ছিল পুজো ঘিরে। দেবী দুর্গাকে সোনার অলঙ্কার পরানো হয়েছিল। গতকাল, নবমীর দিন দেখা যায়, উমার গায়ের সেই গয়না উধাও! দেবীর সামনে কাপড়ের একটি ছোট পুঁটলি রাখা ছিল। সেখানেও কিছু সোনার গয়না রাখা ছিল। সেই পুঁটলি-সমেত গয়নারও খোঁজ মিলছিল না। দুর্গার গয়না চুরি হয়েছে, সেই কথা নিমেষে ছড়িয়ে যায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

এরপরই মণ্ডপ ও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। হতবাক হন স্থানীয়রা। কারণ, পোশাক পরা অবস্থায় দুই সিভিক ভলান্টিয়ার ওই গয়না হাতাচ্ছেন বলে অভিযোগ ওঠে। সঞ্জয় মণ্ডল ও গৌড় মণ্ডল নামে দুই সিভিক ভলান্টিয়ার অধীর মণ্ডল নামে স্থানীয় ব্যক্তি গয়না চুরি করছেন বলে সিসিটিভিতে ধরা পড়ে! যদিও সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। জানা যায়, ওই দুই সিভিক ভলান্টিয়ার গাজোল থানায় কর্মরত। এরপরেই গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে। চুরি যাওয়া ওই সোনার গয়না কোথায় রয়েছে? ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ