অভিষেক চৌধুরী, কালনা: রেললাইন সংস্কারের সময় বিপত্তি। কালনার রংপাড়া স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ি। শনিবার ভোর ৪টে নাগাদ এই ঘটনাটি ঘটে। হতাহতের কোনও খবর নেই। তবে মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় কালনা-কাটোয়া শাখায় ব্যাহত পরিষেবা। আপ এবং ডাউন দুটি লাইনেই ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে যাত্রীরা।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বেশ কয়েকদিন ধরেই ব্যান্ডেল-কাটোয়া শাখায় রেললাইন সংস্কারের কাজ চলছে। প্রতি রাতে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচলের সংখ্যা কম থাকায় পাথর ফেলা হচ্ছে। শুক্রবার রাতেও বাঘনাপাড়া ও কানলা স্টেশনের মাঝখানে রংপাড়া এলাকায় আপ এবং ডাউন লাইনে পাথর ফেলছিল দুটি মালগাড়ি। শনিবার ভোর চারটে নাগাদ অফলাইনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
রেল সূত্রে খবর, কয়েকদিনের বৃষ্টিতে মাটি আলগা হয়ে যাওয়ায় এই বিপত্তি। তড়িঘড়ি কাটোয়া ও নবদ্বীপের রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনার ফলে ব্যান্ডেল-কাটোয়া শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। আপ লাইন পুরোপুরি বন্ধ হয়ে যায়। ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচলও ব্যাহত হয়। ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে যাত্রীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.