Advertisement
Advertisement

Breaking News

Alipurduar

গাঁজা পাচারে অভিযুক্ত খোদ হোমগার্ড, সিভিক ভলান্টিয়ার! আলিপুরদুয়ারে বমাল গ্রেপ্তার ৩

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Home Guard and Civic Volunteer arrested on drug trafficking charges in Alipurduar

স্টেশন এলাকায় বমাল গ্রেপ্তার। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:June 23, 2025 7:17 pm
  • Updated:June 23, 2025 7:17 pm   

রাজ কুমার, আলিপুরদুয়ার: গাঁজা পাচার হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়েছিল। আর সেই অভিযানে বমাল ধরা পড়ল তিনজন। তাঁদের পরিচয় জানার পরেই চক্ষুচড়কগাছ তদন্তকারীদের। কারণ, বমাল ধরা পড়েছেন খোদ সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ড! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার জেলায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

জানা গিয়েছে, পুলিশের কাছে খবর এসেছিল ট্রেনে করে মাদক পাচার হতে পারে। সেই খবর পেয়ে সোমবার আলিপুরদুয়ার জংশন স্টেশনে গিয়েছিলেন তদন্তকারীরা। দেখা যায়, টোটো গাড়ি করে দুটি ব্যাগ নিয়ে যাওয়া হচ্ছে। সন্দেহ হয় তদন্তকারীদের। ওই ব্যাগ থেকে বেরিয়ে পড়ে একাধিক প্যাকেট। সেই প্যাকেট খুলে দেখতেই হতবাক হন তদন্তকারীরা। ওই প্যাকেটগুলি থেকে বেরিয়ে পড়ে গাঁজা। পাকড়াও করা হয় ওই তিনজনকে। স্টেশন চত্বরের কাছেই ওই গাঁজা উদ্ধার হল পুলিশি অভিযানে।

তারপরেই জানা যায়, ওই তিনজন পুলিশ কর্মী। তিনজনের মধ্যে দু’জন সিভিক ভলান্টিয়ার ও একজন হোমগার্ড পদে রয়েছেন। আলিপুরদুয়ার জংশন জিআরপি-তে কর্মরত। জানা গিয়েছে, ওই বিপুল পরিমাণ গাঁজা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনে করে শিয়ালদহ নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আদালতে তোলা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেতে চাইছে পুলিশ। কত দিন ধরে এই কারবারে তাঁরা জড়িয়ে? আর কারা এই চক্রের সঙ্গে জড়িয়ে? সেই উত্তর পেতে চাইছেন তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ