দিব্যেন্দু মজুমদার, হুগলি: হুগলিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবার তীব্র আকার ধারণ করল। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুবীর নাগের বিরুদ্ধে দলেরই রাজ্য যুব মোর্চার এক মহিলা সদস্যা শ্লীলতাহানির অভিযোগ তুললেন। ওই সদস্যা চুঁচুড়া থানায় দলেরই হুগলি সাংগঠনিক জেলার সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ১ আগস্ট বুধবার চুঁচুড়ায় বিজেপির হুগলি জেলা কার্যালয়ে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। ওই সদস্যা জানান রাজ্য যুব মোর্চার ডাকে ১১আগষ্ট ‘চল কলকাতা’ কর্মসূচি নেওয়া হয়েছে। হুগলি জেলা পর্যবেক্ষক কৌশিক ঘোষের নির্দেশে তিনি চুঁচুড়ার দলীয় কার্যালয়ে কর্মসূচি নিয়ে একটি বৈঠকে যোগ দিতে যান। সদস্যার অভিযোগ তাঁকে দলেরই কিছু কর্মী ঢুকতে বাধা দিয়ে বলেন, সভাপতি সুবীর নাগ তাকে ঢুকতে দিতে বারণ করেছেন।
তিনি বিষয়টি কৌশিকবাবুকে জানালে তিনি কার্যালয়ে গিয়ে না ঢুকতে দেওয়ার কারণ জানতে চান। বাক-বিতন্ডা বচসা চলাকালীন ওই সদস্যা পুরো ঘটনার ভিডিও করেন এবং তা ফেসবুকে ছড়িয়ে দেবেন বলে সতর্ক করেন। বিজেপির ওই সদস্যার অভিযোগ সুবীর নাগ-সহ আরও বেশ কয়েকজন তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে।তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন এই নেত্রী। অভিযোগকারী ওই সদস্যা আরও জানান এর আগে সোশাল মিডিয়ায় সুবীর নাগের বিরুদ্ধে মুখ খোলায় তাঁকে রীতিমতো হুমকির সম্মুখীন হতে হয়েছে। তিনি সংবাদমাধ্যমের সামনে আরও জানান, এই ঘটনার পর তাঁর কিছু হলে সম্পূর্ণ দায়ী থাকবেন হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুবীর নাগ।
সুবীর নাগ অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগকারী বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় নেতাদের নামে কুৎসা রটাচ্ছেন। এ বিষয়ে দল থেকে তাঁকে বারবার সতর্ক করলেও সে কোনও কথা না শুনে দলবিরোধী কাজকর্ম করে যাচ্ছে। তাই তাকে দলীয় কার্যালয়ে ঢুকতে বারণ করা হয়েছে। বিষয়টি দলের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারাই যা কিছু সিদ্ধান্ত নেওয়ার নেবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.