নিজস্ব ছবি
সুমন করাতি, হুগলি: প্রায় তিন মাস আগে হঠাৎই যায় ভেঙে যায় আরামবাগের রামকৃষ্ণ সেতু। প্রায় ৬৫ বছরের পুরনো সেতু দিয়ে হাজার হাজার মানুষের নিত্যদিন যাতায়াত। সেতু ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। তিন মাস হয়ে গেলেও বেহাল রামকৃষ্ণ সেতু। ধীরগতির সংস্কারের কাজে নাজেহাল স্থানীয় মানুষ। স্থানীয় মানুষের দাবি, সরকার প্রতিশ্রুতি দিলেও কাজ এগোচ্ছেনা। এর প্রতিবাদে পরিবহণ ধর্মঘটের ডাক বাস সংগঠনের।
আগেই পোস্টার দিয়ে জানানো হয়েছিল বাস বন্ধ রাখার কথা। এর ফলে বুধবার সকাল থেকেই আরামবাগ মহকুমা জুড়ে দেখা গেল বাস ধর্মঘট। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন পার্শ্ববর্তী জেলার বাস মালিকরা। সবকটি বাস সংগঠন যৌথভাবে একই সিদ্ধান্তের পথে হেঁটেছে বুধবার। তাঁদের দাবি, সেতু ভেঙে যাওয়ার পরেও দ্রুত সংস্কার হচ্ছে না। ব্রিজের দুই ধারে হাইটবার লাগিয়ে দেওয়ায় ব্রিজ দিয়ে চলছে না বাস। বাস চালকদের দাবি প্রায় ৪০ কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে তাদের। একই পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে দূরপাল্লার প্রত্যেক বাসগুলিকেও। অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাস মালিকদের। তাঁদের দাবি লোকসান করে বাস চালানো সম্ভব নয়। তাই ১৫ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে।
পিডব্লিউডি-র নির্দেশে ১০ টনের বেশি ভারি যান চলবে না। অথচ বাসে ভর্তি যাত্রী থাকলেও বাসের ওজন ১০ টন হবে না বলে দাবি বাস মালিকদের। স্থানীয় মানুষের দাবি, বাস না থাকার সুযোগে যথেচ্ছ ভাড়া নিয়েছে টোটো, অটো এবং অন্যান্য গাড়ি। সহকারী আঞ্চলিক পরিবহন কর্মকর্তারা বাস সংগঠনকে জানান আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ের বৈঠক থেকেই জানা পারা যাবে কবে স্বাভাবিক ছন্দে ফিরবে এই সেতু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.