Advertisement
Advertisement

Breaking News

Howrah

বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহ! মুম্বইতে আটক হাওড়ার শ্রমিক

পুলিশের দ্বারস্থ ওই পরিবার।

Howrah's migrant labour allegedly hackled in Mumbai
Published by: Sayani Sen
  • Posted:August 13, 2025 8:50 pm
  • Updated:August 13, 2025 8:50 pm   

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহ! ফের ভিনরাজ্যে বাংলার শ্রমিককে হেনস্তার অভিযোগ। এবার ঘটনাস্থল মুম্বই। সেখানে হাওড়ার রাজাপুর থানা এলাকার বাসিন্দা এক শ্রমিককে আটকে রাখা হয়েছে বলেই অভিযোগ। খবর পেয়ে রাজাপুর থানায় যান ওই শ্রমিকের পরিবারের লোকজন। সঙ্গে ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

Advertisement

নির্যাতিত শ্রমিক শেখ মিজানুর মিস্ত্রি। তিনি হাওড়ার রাজাপুর থানা এলাকার বানিবনের বাসিন্দা। মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় দর্জির কাজ করেন তিনি। জানা গিয়েছে, বছর দশেক আগে ওই এলাকায় মিজানুর ও তাঁর দাদা রেজ্জাক মিস্ত্রি কাজে যান। জুন মাসে রেজ্জাক ফিরে আসেন। তবে মুম্বইতে থেকে যান মিজানুর। বুধবার ঘড়ির কাঁটায় তখন দুপুর দু’টো হবে। পরিবারের লোকজন জানতে পারেন, মুম্বই পুলিশ মিজানুরকে আটক করেছে। বাংলাদেশি সন্দেহে তাঁকে থানায় তুলে নিয়ে যাওয়া হয় বলেই অভিযোগ। মিজানুরের কাছে থাকা ভোটার, আধার ও প্যান কার্ড দেখালেও পুলিশ তাঁকে ছাড়েনি বলেই দাবি পরিবারের লোকজনের। একথা জানতে পেরে রাজাপুর থানায় যান তাঁর পরিবারের লোকজনেরা। সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেই পরিবারের সদস্যদের জানিয়েছে।

উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠছে। কখনও মারধর, কখনও তাঁদের উপর হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়া, কখনও আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে। এনিয়ে অভিযোগ জানালে স্থানীয় পুলিশের সাহায্য পাওয়া যাচ্ছে না বলেও তাঁরা অভিযোগ করেছেন। বাঙালি ‘হেনস্তা’ ও বাংলা ভাষার অপমানের প্রতিবাদে নতুন করে ‘ভাষা আন্দোলন’ শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো। ২৭ জুলাই থেকে বাংলার ব্লকে ব্লকে এই মিছিল, ধরনা কর্মসূচি শুরু হয়েছে। বোলপুর অর্থাৎ রবীন্দ্রনাথের মাটিতে নিজে হেঁটে সেই আন্দোলনের সূচনা করেছেন তিনি। তবে তা সত্ত্বেও হেনস্তার ঘটনা লেগেই রয়েছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ