প্রতীকী ছবি
অর্ণব দাস, বারাকপুর: কচুরি খেতে গিয়ে সামান্য গাড়ি রাখা নিয়ে বচসা! সাতসকালে উত্তর ২৪ পরগনার ইছাপুরে এলোপাথাড়ি চড়-ঘুসিতে প্রাণ গেল যুবকের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত সৌভিক রায়কে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম দিলীপ দাস। উত্তর ২৪ পরগনার ইছাপুর নবাবগঞ্জ বাজারপাড়ার বাসিন্দা তিনি। বৃহস্পতিবার সকালে দুই বন্ধুকে নিয়ে কন্টাধারে কচুরি খেতে গিয়েছিলেন তিনি। তাঁদের চারচাকা গাড়িটি রেখেছিলেন কচুরির দোকানের উলটোদিকের একটি বাড়ির সামনে। সেখানেই সমস্যার সূত্রপাত। অভিযোগ, নজরে পড়ামাত্রই নাকি ওই বাড়ির সদস্যরা গাড়ির কাঁচ ভেঙে দেয়। সঙ্গে সঙ্গে দিলীপরা এগিয়ে যান, প্রতিবাদ করেন।
দিলীপ দাস ও তার বন্ধুরা ঘটনার প্রতিবাদ করলে সৌভিক রায় এক যুবকের সঙ্গে তাদের চরম বচসা শুরু হয়ে যায়। সৌভিক দিলীপকে এলোপাথাড়ি চড়, ঘুসি মারতে থাকে বলে অভিযোগ। এরপরই অসুস্থ অবস্থায় দিলীপকে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলেছে নোয়াপাড়া থানার পুলিশ। অভিযুক্ত সৌভিক রায়কে আটক করেছে নোয়াপাড়া থানার পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, শুরু হয়েছে তদন্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.