ফাইল ছবি
সুমন করাতি, হুগলি: সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার স্কুল সার্ভিস কমিশন ‘দাগি’ শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে। তাতে শাসক শিবির ঘনিষ্ঠ বেশ কয়েকজনের নামও রয়েছে। তা নিয়ে এই মুহূর্তে সর্বস্তরে আলোচনা চলছে। এবার ওই তালিকায় বিজেপি-যোগ নিয়ে পালটা দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য, ”অযোগ্যদের মধ্যে বিজেপির লোকও আছে, যারা শুভেন্দুর সময়ে চাকরি পেয়েছিল।”
শনিবার সন্ধ্যেবেলা কোর্টের নির্দেশে ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করে এসএসসি। মোট ১ হাজার ৮০৪ জনের নাম প্রকাশ হয়েছে। রাতে এই তালিকায় আরও ২ জনের নাম যুক্ত হয়। তালিকায় ছিল অযোগ্যদের নাম, রোল এবং সিরিয়াল নম্বরও। তালিকা নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, সেই তালিকায় শুধু তৃণমূল নয়, বিজেপির অনেকের নাম রয়েছে। তৃণমূল সাংসদ বলেন, ”খবরেই তো বেরিয়েছে বিজেপি নেত্রীর নাম। আগে তৃণমূল করত এখন বিজেপি করে। সব শুভেন্দু অধিকারী করিয়েছে।” তিনি আরও প্রশ্ন করেন, দুটো মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ – যেখানে যেখানে শুভেন্দু অধিকারীর অপারেশন ছিল, সেখানে কী হয়েছিল? কল্যাণের মন্তব্য, ”রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নেই। যার যা ক্ষমতা আছে, হিম্মত থাকলে সুপ্রিম কোর্টে মামলা করুন। বলুক এই যে তালিকা বেরিয়েছে, এটা ঠিক নয়। এরপর যা হবে কোর্টে হবে।তৃণমূলের লোক আছে এটা শুনতে শুনতে পাঁচ বছর হয়ে গেল। বিজেপির কতজন আছে সেটা বলুন।”
সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আরও বক্তব্য, ”এসএসসি অভিযান আমরা আটকাতে পারব না, ওটা গণতান্ত্রিক অধিকার।” তিনি প্রশ্ন তোলেন, বিকাশরঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিমরা যাদের হয়ে মামলা করেছিল তারা কি একজনও চাকরি পেয়েছে? প্রাক্তন বিচারপতি এবং বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, ”যতদিন বিচারক ছিলেন ততদিন বিকাশদার একটা-দুটো জুনিয়ার এত টাকা তুলেছে, ভাবতে পারবেন না।” এই ঘটনার তদন্তের দাবিও জানিয়েছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.