Advertisement
Advertisement

Breaking News

Jayanta Singh

আড়িয়াদহের ‘ত্রাস’ জয়ন্তর বাড়ি ভাঙা নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হওয়ার ভাবনা কামারহাটি পুরসভার

বাড়ি ভাঙা নিয়ে এখনও জারি টানাপোড়েন।

Kamarhati Municipality to file a case in Jayanta Singh's house destroy controversy
Published by: Sayani Sen
  • Posted:June 12, 2025 12:31 am
  • Updated:June 12, 2025 12:31 am   

অর্ণব দাস, বারাকপুর: আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের বেআইনি প্রাসাদোপম অট্টালিকা শুক্রবার ভেঙে ফেলার নির্দেশিকা জারি করেছিল কামারহাটি পুরসভা। তার আগে বৃহস্পতিবার কিছু ব্যাখ্যা চেয়ে কলকাতা হাই কোর্টের কাছে আবেদন করতে চলেছে পুরসভা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, জয়ন্তে বাড়ি নিয়ে কিছু মন্তব্য, দাবি সামনে আসছে। কেউ ওই বাড়ির ওকূপায়ার বলে দাবি করে হাই কোর্টে মামলা করেছেন। আবার কেউ বলছেন বাড়ি ভাঙা রদ হয়েছে। কেউ আবার রটিয়ে দিয়েছে, বাড়ির লোকজনদের জানানো হচ্ছে না। এই পরিস্থিতি বাড়ি ভাঙার কাজ পুরসভা শুরু করবে, নাকি কিছুদিন অপেক্ষা করবে। এরই ব্যাখ্যা চেয়েই কামারহাটি পুরসভা হাই কোর্টের কাছে আবেদন করবে।

Advertisement

চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন, “হাই কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে পুরসভার পক্ষ থেকে আগামী শুক্রবার ওই বাড়ি ভাঙার কাজ শুরু করা হবে। কিন্তু ভাঙার কাজ আটকানোর জন্য হাই কোর্টে একের পর এক মামলা হচ্ছে। তাই পুরসভার পক্ষ থেকে হাইকোর্টের কাছে কিছু ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী শুক্রবার থেকে ভাঙার কাজ শুরু করা যাবে কিনা, তার ব্যাখ্যা চেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছি।”

উল্লেখ্য, কামারহাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের আড়িয়াদহের মৌসুমী মোড় সংলগ্ন প্রতাপ রুদ্র লেনে জয়ন্তর দু’টি বাড়ি। একটি পৈতৃক, সেটিতে খাটাল রয়েছে। আরেকটি পৈতৃক বাড়ির কাছেই জলাশয়ের একাংশ বুঝিয়ে পরিত্যক্ত জমিতে দুধ সাদা প্রাসাদ তৈরি করেছিল জয়ন্ত। অভিযোগ, বছর তিনেক আগে নাকি এই জমিটি নিজের কবজায় করে রাতারাতি সেখানে নির্মাণ কাজ শুরু করে জয়ন্ত সিং। বছর খানেকের মধ্যেই সেই জমিতে তৈরি হয় চোখ ধাঁধানো তিনতলা বাড়ি।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, তিনতলা বাড়িটি অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই এই অবৈধ বাড়ি নিয়ে হাই কোর্টে মামলা করেন এক ব্যক্তি। সেই মামলার পরিপ্রেক্ষিতে হাই কোর্টের বিচারক গৌরাঙ্গ কান্তর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৪ সপ্তাহের মধ্যে এই বাড়ি ভেঙে ফেলতে হবে। হাই কোর্টের নির্দেশ আসে কামারহাটি পুরসভায়। তারপরেও ভাঙা হচ্ছিল না বাড়ি। জানানো হয়েছিল, পুরসভার কাছে উপযুক্ত পরিকাঠামো নেই। দীর্ঘ টালবাহানার পর অবশেষে কামারহাটি পুরসভার পুর বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে জয়ন্ত সিংয়ের প্রাসাদোপম বাড়ি দ্রুত ভেঙে ফেলতে হবে। সেই বাড়ি ভাঙা নিয়ে এখনও জারি টানাপোড়েন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ