Advertisement
Advertisement
ম্যাসাজ

কর্তব্যরত মহিলা কর্মীকে দিয়ে ম্যাসাজ করাচ্ছেন এসআই, ফাঁস চাঞ্চল্যকর ভিডিও

অভিযুক্ত এসআইকে ক্লোজ করেছে জিআরপি।

Lady constable gives massage to the cop in Balurghat, video goes viral
Published by: Tanumoy Ghosal
  • Posted:May 8, 2019 9:04 am
  • Updated:May 8, 2019 9:04 am   

রাজা দাস, বালুরঘাট: কর্তব্যরত মহিলা পুলিশকর্মীকে দিয়ে পা টিপিয়ে নেওয়ার ভিডিও ভাইরাল হতেই ক্লোজ করা হল রেল পুলিশের এক এসআইকে। অভিযুক্ত এসআইয়ের নাম সুকুমার অধিকারী। পুরো ঘটনা খতিয়ে দেখতে বুধবার বালুরঘাট স্টেশনে আসছেন মালদহ ডিভিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

Advertisement

[ আরও পড়ুন: স্কুলে টানা ছুটি, মিড ডে মিলের চাল নষ্ট হওয়ার আশঙ্কা শিক্ষকদের]

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সকালে ডিউটিতে মোতায়েনের জন্য প্রস্তুত ছিলেন বালুরঘাট উত্তামাশা এলাকার রেল পুলিশের এসআই সুকুমার অধিকারী। বালুরঘাট স্টেশনের একটি ঘরে সুকুমার অধিকারীর পা টিপে দিচ্ছিলেন এক মহিলা পুলিশকর্মী। সেইসময় ঘরে আরও অনেকেই ছিলেন। তাদের মধ্যে কেউ একজন ঘটনাটি ভিডিও করেন। তারপর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সঙ্গে সঙ্গে সুকুমার অধিকারীকে শিলিগুড়ি ডেকে পাঠিয়ে ক্লোজ করার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। এদিকে সেদিন ওই ভিডিও কে তুলেছিল, কী করে তা ভাইরাল হল, তাও খতিয়ে দেখা হচ্ছে।বালুরঘাট স্টেশনের অফিসার ইন-চার্জ (রেল) প্রদীপ কর্মকার জানান, বালুরঘাট স্টেশন চত্বরে থাকা একটি ঘরের ভিডিও ভাইরাল হয়েছে। সাব-ইন্সপেক্টর সুকুমার অধিকারীকে শিলিগুড়ি জিআরপিতে ক্লোজ করা হয়েছে। 

এদিকে ভিডিওতে যে মহিলা পুলিশকর্মীকে এসআই সুকুমার অধিকারীর পা টিপে দিতে দেখা গিয়েছে, তাঁর সাফাই, ‘গত বৃহস্পতিবার সকালে অসুস্থ হয়ে পড়েন রেল পুলিশের ওই এসআই। তাঁর পা ফুলে ওঠে। উনি বাবার বয়সী হওয়ায় পা টিপে দিচ্ছিলাম।’ যদিও এ বিষয়ে সুকুমার অধিকারীর কোনও মন্তব্য পাওয়া যায়নি।

দেখুন ভিডিও:

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ