Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

প্রশাসনিক বৈঠকের আগে দার্জিলিংয়ের রাস্তায় জনসংযোগে মুখ্যমন্ত্রী, কথা বাসিন্দাদের সঙ্গে

গত কয়েকদিন ধরেই বিপর্যস্ত উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee will attend meeting on wednesday

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 15, 2025 12:18 pm
  • Updated:October 15, 2025 12:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরেই বিপর্যস্ত উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখছেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা। পৌঁছে যাচ্ছেন দুর্গতদের কাছে। বুধবার দুপুরে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। তার আগে পাহাড়ি রাস্তায় জনসংযোগে মুখ্যমন্ত্রী। রাস্তার দু’পাশে দাঁড়ানো বাসিন্দারা তাঁকে অভ্যর্থনা জানালেন। এগিয়ে গিয়ে কথা বলতে দেখা গেল ‘ঘরের মেয়ে’ মমতাকে।

Advertisement
দার্জিলিংয়ের রাস্তায় মুখ্যমন্ত্রী।

 

প্রবল বৃষ্টি এবং ভুটানের জলে সপ্তাহখানেক আগে কার্যত তছনছ হয়ে গিয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকা। তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে ময়দানে নেমেছে রাজ্য। তখনই ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের প্রচেষ্টায় বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়। তবে বাড়ি ভেঙে যাওয়ায় এখনও বিভিন্ন এলাকার ত্রাণ শিবিরে রয়েছেন বহু মানুষ। অনেকের বাড়ি ক্ষতিগ্রস্ত। ধসের জেরে বন্ধ বেশ কয়েকটি রাস্তা। এই পরিস্থিতিতে দুর্গতদের সঙ্গে দেখা করতে গত রবিবার ফের উত্তরবঙ্গ গিয়েছেন মমতা। বর্তমানে সেখানেই রয়েছেন তিনি। আজ প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। দুর্যোগ পরবর্তী পাহাড়ের পরিস্থিতির বিস্তারিত রিপোর্ট নেবেন তিনি। 

তবে তার আগে এদিন সকালে রোদ ঝলমলে দার্জিলিংয়ের রাস্তায় পায়ে হেঁটে ঘোরেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ অন্যান্যরা।  পথে স্থানীয়দের সঙ্গে হাত নেড়ে সৌজন্য বিনিময় করেন তিনি। এগিয়ে গিয়ে কথা বলেন দু’একজনের সঙ্গে। প্রসঙ্গত,  এই প্রথম নয়। উত্তরবঙ্গ সফরে গেলে বরাবরই সকালে জনসংযোগ সারেন মুখ্যমন্ত্রী। কখনও স্নেহের পরশ দেন খুদেদের। কখনও আবার দোকানে ঢুকে মোমো বানাতেও দেখা গিয়েছে তাঁকে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ