Advertisement
Advertisement

Breaking News

Suri

দুই গোষ্ঠীর বিবাদে তৃণমূল ব্লক সভাপতিকে কার্যালয়ে ঢুকতে বাধা! সিউড়িতে অস্ত্র-সহ গ্রেপ্তার দলীয় কর্মী

বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Man arrested with weapons in TMC factional clash in Suri

অস্ত্র-সহ গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। ছবি : শান্তনু দাস

Published by: Suhrid Das
  • Posted:April 26, 2025 12:52 pm
  • Updated:April 26, 2025 1:32 pm   

নন্দন দত্ত, সিউড়ি: তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের অভিযোগ। তার জেরে প্রবল উত্তেজনা ছড়াল বীরভূমের সিউড়ির পুরন্দরপুর এলাকায়। তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলামকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। কিছু সময়ের মধ্যেই ওই এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বলে খবর। পরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক দলীয় কর্মীকে পাকড়াও করা হয়েছে বলে খবর।

Advertisement

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত অনেক দিন আগেই! তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলামকে ঘিরে স্থানীয় স্তরে দলের অন্দরে ক্ষোভ রয়েছে বলে অভিযোগ। গত তিন মাস ধরে ওই নেতাকে বয়কট করা হয়েছে বলেও অভিযোগ সামনে এসেছে। কার্যালয় থেকে তাঁর চেয়ার সরিয়ে নেওয়ার পর সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। এই অবস্থায় বৃহস্পতিবার রাতে নুরুল ইসলামের খামার থেকে ৩৫টি ছাগল চুরি গিয়েছে। নুরুল সাহেবের অভিযোগ, এলাকার প্রাক্তন অঞ্চল সভাপতি বকুল ওরফে এহেশানুল হকের নেতৃত্বে এই চুরি হয়েছে। যদিও সেই অভিযোগ মানতে চাননি অপরপক্ষ।

আজ শনিবার তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম অনুগামীদের নিয়ে কার্যালয়ে গিয়েছিলেন। তখন তিনি বাধা পান। বিরোধী গোষ্ঠীর লোকজন তাঁদের দেখে পালটা স্লোগান দেয়, নেতাকে লক্ষ্য করে ইট ছোড়াও হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের বেশিরভাগেরই মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল বলে অভিযোগ। পরিস্থিতি নিমেষে উত্তপ্ত হয়ে ওঠে। আতঙ্কে পুরন্দরপুর বাজার বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে সিউড়ির আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। সেখান থেকে আগ্নেয়াস্ত্র-সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে খবর। এছাড়াও কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতির শান্ত হলে অনুগামীদের নিয়ে ফিরে যান নুরুল ইসলাম। তিনি বলেন, “কর্মীরা আমাকে বারবার আসার জন্য অনুরোধ করল, তাই এলাম।” তাঁর অভিযোগ, বোলপুরের জেলা নেতাদের কলকাঠির জন্য এই অস্থিরতা চলছে। নুরুল বিরোধী হিসেবে পরিচিত কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল বলেন, “তিনি বলেন মানুষ সব দেখেছে। বহিরাগত গুন্ডা নিয়ে এসে পার্টি অফিস দখলের চেষ্টা করেছেন নুরুল।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ