প্রতীকী ছবি
অর্ক দে, বর্ধমান: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরের বড়বাজার এলাকায় মহিলা কলেজের সামনে। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান, একটি সাইকেলের দোকানে রাখা তরল দাহ্য পদার্থ থেকে আগুন লাগার পরপরই দাউদাউ করে ছড়িয়ে পড়তে থাকে সেটি। পাশেই ছিল বিদ্যুতের ট্রান্সফরমার। সেখানেও ছড়িয়ে পড়ে আগুন। আর এরপরই একই সারিতে থাকা বেশ কয়েকটি ফাস্ট ফুড-সহ অন্যান্য দোকানেও আগুন দ্রুত ছড়িয়ে যায়। চারটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। একটি বড় গাছও আগুনে ঝলসে গিয়েছে বলে খবর।
আগুন লাগার পরই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। পাশাপাশি বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি ও ভিড় সামাল দিতে শুরু করে। উত্তর ফটকের দিক থেকে রানিগঞ্জ বাজার আসার বি সি রোডে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে এলাকায় একটি বিদ্যুতের ট্রান্সফরমার সম্পূর্ণ উড়ে গিয়েছে। তাই গোটা এলাকা আপাতত বিদ্যুৎ বিচ্ছিন্ন। হতাহতের কোনও খবর নেই।
বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, “রাস্তার ধারে ফুটপাত জবরদখল করে থাকা গুমটির কারণে রাস্তা সম্প্রসারণের কাজ ও বিদ্যুতের তার নিয়ে যাওয়ার কাজ বাধা পাচ্ছে। বর্ধমান পুরসভার তরফ থেকে ফুটপাত দখল মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেও অনেকে সেই নির্দেশ অগ্রাহ্য করছেন। এই ধরনের ঘটনা তারই ফল। গুমটিগুলিতে অবৈধভাবে নির্মাণ করে ও দাহ্য জিনিস বিক্রি করা হচ্ছে যা সম্পূর্ণ বেআইনি প্রশাসনের নজর এড়িয়ে এই সমস্ত কাজ চলা করছে অনেকে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.