Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

বিষধর সাপ হাতে হাসপাতালে সর্পাঘাতে অসুস্থ যুবক, ডোমকল হাসপাতালে চাঞ্চল্য

ওই ব্যক্তি বর্তমানে বিপন্মুক্ত।

Murshidabad man walks into Domkol Hospital with snake in hand
Published by: Sayani Sen
  • Posted:August 14, 2025 3:49 pm
  • Updated:August 14, 2025 3:49 pm   

অতুলচন্দ্র নাগ, ডোমকল: ছোবল খাওয়ার পর সাপ হাতে ধরে সটান হাসপাতালে হাজির যুবক। চিকৎসক খতিয়ে দেখে অ্যান্টিভেনাম দেন। আরও উন্নত চিকিৎসার জন্য ডোমকল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন তাঁকে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের চর রাজাপুর পদ্মানদীর পাড়ে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সর্পাঘাতে অসুস্থ যুবকের নাম দীপেন মণ্ডল। তিনি চর রাজাপুরের বাসিন্দা।

Advertisement

বর্ষায় ফুঁসছে পদ্মা। এলাকায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় নদীতে জাগ দেওয়া পাট ছাড়িয়ে ঘরে তোলার জন্য নাওয়া খাওয়া ভুলেছেন কৃষক পরিবারের সদস্যরা। দীপেন মণ্ডলও ব্যতিক্রম নন। বুধবার সন্ধেয় পদ্মাপারে ভেজা মজুত পাটকাটি নিয়ে বাড়ি যাচ্ছিলেন দীপেন। তাঁর দাবি, সেই সময় একটি কালো রঙের সাপ তাঁর হাতে ছোবল দেয়। সাপের ছোবল খাওয়ার পরেও পাটকাটি সরিয়ে সাপটিকে ধরেন দীপেন। তারপর সাপটিকে একটি প্লাষ্টিকের জারে ভরেন। সটান হাজির হন রানিনগরের গোধনপাড়া ব্লক হাসপাতালে।

Snake

কর্তব্যরত চিকিৎসক সাপটি দেখে শনাক্ত করেন। সাপটিকে বিষধর বলে চিহ্নিত করেন চিকিৎসক। সাপের বিষের প্রতিষেধক দেন। দীপেনকে এরপর ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে, রাতে একটি প্লাষ্টিকের জারে ভরা জ্যান্ত সাপ নিয়ে গোধনপাড়া ব্লক হাসপাতালে উপস্থিতির খবরে চাঞ্চল্য ছড়ায়। রোগীদের আত্মীয়রা সাপটিকে দেখতে ভিড় জমান হাসপাতালে। যা সামাল দিতে হিমশিম অবস্থা হয় হাসপাতাল কর্মী ও কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ