Advertisement
Advertisement
Nadia

অশান্তি নিত্যসঙ্গী! রাগে স্ত্রীকে কুপিয়ে ‘খুন’ স্বামীর, শোরগোল নদিয়ায়

পলাতক অভিযুক্ত।

Nadia woman allegedly killed by husband

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 16, 2025 5:24 pm
  • Updated:October 16, 2025 5:24 pm   

সঞ্জিত ঘোষ, নদিয়া: নিত্য অশান্তির জের। রাগে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার বীরনগরে। অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছ, মৃতার নাম বেবি সাহা। স্বামী প্রাণকৃষ্ণ সাহার সঙ্গে নদিয়ার বীরনগরের বাড়িতে থাকতেন তিনি। প্রতিবেশী সূত্রে খবর, ওই দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত। এদিনও তার অন্যথা হয়নি। সাহা বাড়ি থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ পাচ্ছিলেন প্রতিবেশীরা। তবে পরিণতি এতটা ভয়ংকর হবে তা ভাবেননি কেউ। আচমকা বেবির আর্তনাদ শুনতে পান প্রতিবেশীরা। ছুটে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মহিলা।

সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রানাঘাট হাসপাতালে রেফার করে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে, এদিন অশান্তির মাঝেই ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপায় প্রাণকৃষ্ণ। তারপর পরিস্থিতি বেগতিক বুঝে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে ফেলে রেখে চম্পট দেয় সে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও হদিশ মেলেনি প্রাণকৃষ্ণের। তার খোঁজে চলছে তল্লাশি। এদিকে বেবির দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ