Advertisement
Advertisement

Breaking News

SSC

পার্শ্বশিক্ষকতার পর স্থায়ী চাকরি, ‘সর্বস্বান্ত হলাম’, ‘অযোগ্য’ তালিকায় ছেলের নাম দেখে হতাশ আলিপুরদুয়ারের বৃদ্ধ

মাথায় আকাশ ভেঙে পড়েছে পরিবারের!

Old man of Alipurduar upset after son marked as tainted in SSC
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 31, 2025 3:08 pm
  • Updated:August 31, 2025 4:26 pm   

রাজ কুমার, আলিপুরদুয়ার: সুপ্রিম নির্দেশে ২০১৬ সালের প্যানেলের অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করেছে এসএসসি। তাতে রয়েছে নাম রয়েছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পশ্চিম চকচকার বাসিন্দা অসীম বিশ্বাসের। তালিকায় ছেলের নাম দেখে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন যুবকের বাবা। তাঁর কথায়, “সাধ্যমতো ছেলেকে ভালোভাবে পড়াশোনা করিয়েছিল। মাইনে পাবে না আর। কী হবে জানি না। সর্বস্বান্ত হলাম।”

Advertisement

সম্প্রতি ২০১৬ সালের প্যানেলের অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশের জন্য সাতদিনের সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে শনিবার ১৮০৪ জনের তালিকা প্রকাশ করে এসএসসি। তালিকা প্রকাশিত হতেই স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল সবমহলে। ভবিষ্যৎ ভেবে কুলকিনারা পাচ্ছেন না চাকরিহারারা। সেই তালিকারই একজন আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের পশ্চিম চকচকার বাসিন্দা অসীম বিশ্বাস। জানা গিয়েছে, অসীম আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের যশোর ডাঙ্গা হাই স্কুলে এডুকেশনের শিক্ষক ছিলেন। এই চাকরি পাওয়ার আগে তিনি শামুকতলা মহাকালগুড়ি মিশন হাই স্কুলে পার্শশিক্ষকতা করতেন। রাতারাতি সবটা শেষ। আগামিকাল কী হবে কেউ জানেন না।

ছেলের এই পরিণতিতে হতাশাগ্রস্ত অসীমের বাবা প্রফুল্ল বিশ্বাস। স্বাভাবিকভাবেই মানসিকভাবে বিপর্যস্ত তিনি। বলছেন, “ছেলেকে নিজের সামর্থ্য মতো ভালো পড়াশোনা করিয়েছি। এমনটা হতে পারে ভাবিনি।” যদিও জটিল আইনি প্রক্রিয়ায় তারা যাবেন কি না সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি। যদিও গ্রামের বাসিন্দাদের অধিকাংশেরই দাবি, টাকার বিনিময়েই চাকরি পেয়েছিলেন অসীম।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ