সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে মাত্র একদিন। পরশু অর্থাৎ শনিবার পঞ্চায়েত ভোট। শেষ দিনের প্রচারের শেষ লগ্নে নন্দীগ্রামে মুখোমুখি কুণাল ঘোষ ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দুকে উদ্দেশ্য করে তৃণমূলের সভা থেকে উঠল চোর স্লোগান। সব মিলিয়ে উত্তেজনা ছড়াল এলাকায়।
রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা ভোটের দিনক্ষণ ঘোষণা করতেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল-সহ সমস্ত রাজনৈতিক দল। একে অপরের ভুল-ত্রুটিগুলো মানুষের সামনে তুলে ধরে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার প্রচারের শেষ দিন। এদিনও রাজ্যের বিভিন্ন প্রান্তে নিজেদের মতো করে প্রচার সেরেছেন বিভিন্ন দলের নেতা-কর্মীরা। এদিন বিকেলে নন্দীগ্রামে কর্মসূচি ছিল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। চলছিল স্লোগান। কর্মসূচি চলাকালীন হঠাৎই সেখানে চলে আসে শুভেন্দু অধিকারীর কনভয়।
কনভয় দেখা মাত্রই তৃণমূলের সভা থেকে ওঠে ‘চোর’ স্লোগান। শুভেন্দু অধিকারীকে বেইমান বলেও কটাক্ষ করা হয়। টানা হল তাঁর বাবাকেও। স্লোগান ওঠে, “চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা।” গাড়িতে বসেই মুখ বাড়িয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে প্রতিবাদ জানান শুভেন্দু। তাঁর চোখে মুখে রাগের ছাপ ছিল স্পষ্ট। সব মিলিয়ে শেষ প্রচারে কুণাল-শুভেন্দু একজায়গায় চলে আশায় সাময়িকভাবে সামান্য উত্তেজনা ছড়ায়। যদি কয়েক মিনিটের মধ্যে অর্থাৎ কনভয় চলে যেতেই ফের দলের কর্মসূচি শুরু করে শাসকদল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.