ফাইল ছবি
রাজ কুমার, আলিপুরদুয়ার: বাংলা কেন্দ্রীয় সরকারের আর্থিক ‘বঞ্চনা’র শিকার। বারবার এই একই অভিযোগে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। তাতে অবশ্য আমল দিতেই নারাজ কেন্দ্র। বৃহস্পতিবার বঙ্গ সফরে এসে বঞ্চনা ইস্যুতে একটি শব্দও খরচ করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রাজনৈতিক ওয়াকিবহাল মতের দাবি, মোদির টার্গেট যে শুধুমাত্র বিধানসভা নির্বাচনের ভোটবাক্স, তা তাঁর বক্তৃতায় স্পষ্ট।
এদিন আলিপুরদুয়ারের (Alipurduar) সভামঞ্চ থেকে একাধিক ইস্যুতে রাজ্যকে একহাত নেন মোদি। বাংলার পাঁচ সংকটের কথা উল্লেখ করেন। তাঁর প্রশ্ন, “এভাবে সরকার চলবে? বাংলাকে ঘিরে রেখেছে অনেক সমস্যা। এক, সমাজের হিংসা ও অরাজকতা। দুই, মা-বোনের নিরাপত্তাহীনতা-তাঁদের উপর হতে থাকা জঘন্য অপরাধ। তিন, বেকারত্ব। চতুর্থ, মারাত্মক দুর্নীতি, প্রশাসনের উপর মানুষের বিশ্বাস কমছে। পঞ্চম, গরিবের অধিকার কেড়ে নেওয়া শাসক স্বার্থান্বেষী রাজনীতি।” এরপরেই তাঁর প্রশ্ন, “এভাবে সরকার চলবে?” পাশাপাশি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সুরও বেঁধে দিলেন তিনি। নয়া স্লোগান দিয়ে বলেন, “বাংলার মাটির চিৎকার, আর লাগবে না নির্মম সরকার।” তবে মোদির মুখে বঞ্চনা ইস্যুতে একটি শব্দও শোনা যায়নি। এদিকে, আবার X হ্যান্ডেলে তৃণমূলের তরফে বকেয়ার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের শাসক শিবিরের দাবি, কেন্দ্রের কাছে বাংলার ১৭০০ লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে।
Just saying…
— All India Trinamool Congress (@AITCofficial)
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বাংলা দীর্ঘদিনের টার্গেট গেরুয়া শিবিরের। যদিও বঙ্গ বিজেপির ঘরোয়া কোন্দল, দক্ষ সংগঠকের অভাবে সে স্বপ্নপূরণ হয়নি। আর সেই সুযোগে কেবলমাত্র উন্নয়নকে হাতিয়ার করে বারবার বঙ্গবাসীর মন জিতেছে রাজ্যের শাসক শিবির তৃণমূল। একের পর এক ব্যর্থতার জেরে এবার একেবারে যেন মরিয়া চেষ্টা শুরু করেছে বিজেপি। তাই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছেন মোদি। অতীত তথ্য বলছে, গত ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ারে গিয়েছিলেন মোদি। সেবারও টার্গেট ছিল ভোটবাক্স। মাঝে ৯ বছরে আর আলিপুরদুয়ারে যাননি প্রধানমন্ত্রী। ছাব্বিশে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে মোদির বঙ্গ সফরের নেপথ্যেও তাই ভোটবাক্স ভরানোর লক্ষ্য সুস্পষ্ট বলে দাবি ওয়াকিবহাল মহলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.