Advertisement
Advertisement

Breaking News

Islampur

মহেশতলায় উলটে ঝুলিয়ে নিযার্তন! কিশোরের খোঁজে CID-র দ্বারস্থ পুলিশ, বিক্ষোভ ইসলামপুরে

রবিবার মুম্বই থেকে ধৃতদের রবীন্দ্রনগর থানায় আনা হচ্ছে।

Police approach CID in search of teenager of Islampur
Published by: Subhankar Patra
  • Posted:June 8, 2025 12:42 pm
  • Updated:June 8, 2025 12:46 pm   

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মহেশতলা কাণ্ডে নিখোঁজ কিশোরে খোঁজে সিআইডির সাহায্য নিল ডায়মন্ড হারবার পুলিশ। সিআইডির ক্রিমিনাল ইনটেলিজেন্স গেজেটে ছবি-সহ ওই কিশোরের চেহারার বিবরণ ও যাবতীয় তথ্য প্রকাশ করা হয়েছে। এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তাড়াতাড়ি কিশোরকে উদ্ধারের দাবিতে আজ, রবিবার ইসলামপুর মাটিকুন্ডায় রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

Advertisement

ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও নির্যাতনের শিকার নাবালকের খোঁজ পাওয়া যায়নি। হন্যে হয়ে খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। পুলিশের তরফে ওই কিশোরের ছবি ও তার যাবতীয় তথ্য সমাজমাধ্যম-সহ পুলিশের বেশ কয়েকটি হোয়াটস অ্যাপ গ্রুপে পোস্ট করেছে। সঙ্গে রবীন্দ্রনগর-সহ আশপাশের বিভিন্ন থানা এবং কলকাতা-সহ জেলার বিভিন্ন হাসপাতাল ও মর্গ কর্তৃপক্ষের কাছে নিখোঁজ কিশোরের বিবরণ পাঠানো হয়েছে। তবে ডায়মন্ড হারবার জেলা পুলিশ আশাবাদী, উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা কিশোরকে অক্ষত শরীরেই উদ্ধার করা সম্ভব হবে।

ছেলেকে না পেয়ে উদ্বেগ বাড়ছে পরিবারের। নিখোঁজ কিশোরের মায়ের দাবি, অভিযুক্ত শাহেনশাহ মিথ্যা কথা বলছে। তাঁর করুণ আর্তি, “আমার ছেলেকে ফিরেয়ে দেওয়া হোক। জানি না ও বেঁচে আছে না কি মৃত। ওকে ছাড়া বাঁচব না।”  

উল্লেখ্য, মোবাইল চুরির অভিযোগে ইসলামপুরের ওই কিশোরকে উলটো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেই অভিযোগে কিশোরকে কাজে নিয়ে যাওয়া জিনস ওয়াশ কারখানার মালিক শাহেনশাহ, তার ভাই ফিরোজ আলম এবং আমিরুল মহম্মদ ওরফে আশিককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে মুম্বই থেকে তাদের রবীন্দ্রনগর থানায় নিয়ে আসা হবে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ