ফাইল ছবি
সুমন করাতি, হুগলি: রাজ্য পুলিশের বড় সাফল্য। ৪৮ ঘণ্টার মধ্যেই সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া ‘পদ্মশ্রী’ পদক উদ্ধার করল পুলিশ। সূত্রের খবর, একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই চুরি যাওয়া পদকের হদিশ মিলেছে। পুলিশ সূত্রে খবর, আটক ব্যক্তি নিজের দোষ কবুল করেছে। পদক ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বুলা চৌধুরী। গোটা অপারেশন কীভাবে চলেছে, কোন পথে এত কম সময়ের মধ্যে এই সাফল্য এল, রবিবার সাংবাদিক বৈঠক করে হুগলি জেলা পুলিশ তা সবিস্তারে জানাতে চলেছে।
হিন্দমোটরের দেবাইপুকুর রোডে বুলা চৌধুরীর আদি বাড়ি থেকে গত বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা হামলা চালায়। এই বাড়িটি ফাঁকাই থাকে। ‘পদ্মশ্রী’ জয়ী বুলা চৌধুরী সপরিবারে দক্ষিণ কলকাতার কসবার ফ্ল্যাটে থাকেন। হিন্দমোটরের বাড়িটি দেখাশোনা করেন তাঁর ভাই মিলন চৌধুরী। শুক্রবার, স্বাধীনতা দিবসের ছুটিতে মিলনবাবু গিয়েছিলেন দিদির বাড়ি দেখতে। বাড়িতে ঢুকে তাজ্জব হয়ে যান তিনি। দেখেন, পিছনের দিকে থাকা গেট ভাঙা। ঘর লণ্ডভণ্ড। বুলা চৌধুরীর জেতা মেডেল, স্মারক সব চুরি গিয়েছে। শুধু তাই নয়, বাথরুমের কল, ঠাকুরের জিনিসপত্র, লক্ষ্মীর ভাঁড়ও উধাও! সব সাফসুতরো করে নিয়ে গিয়েছে চোরের দল। সঙ্গে সঙ্গে মিলনবাবু উত্তরপাড়া থানায় অভিযোগ জানান।
এহেন গুরুতর ঘটনার কিনারা করতে শনিবার তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। তাঁরা ওইদিন বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়িতে গিয়ে বেশ কয়েকটি নথি সংগ্রহ করে বলে জানা গিয়েছিল। পাশাপাশি উত্তরপাড়া থানার পুলিশ কয়েকজন দুষ্কৃতীকে আটকও করে। সূত্রের খবর, তাদেরই একজন পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতভর অভিযান চালিয়ে খোয়া যাওয়া প্রায় সমস্ত জিনিস উদ্ধার করেছেন তদন্তকারীরা। দুপুরে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানাবে পুলিশ।
চুরি যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে মূল্যবান ‘পদ্মশ্রী’ পদক উদ্ধারকে রাজ্য পুলিশের বড় সাফল্য বলেই ধরা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, এত বছর পরও শান্তিনিকেতন থেকে চুরি যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদকটি উদ্ধার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেখানে দাঁড়িয়ে পুলিশের এই সাফল্য যথেষ্ট প্রশংসার দাবি রাখে, মনে করছে বিশেষজ্ঞদের একটা বড় অংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.