অর্ণব দাস, বারাকপুর: বেসরকারি নার্সিংহোমে তাণ্ডব চালানোর অভিযোগে তৃতীয়বার নোটিস পাঠিয়ে তলব করা হল বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে। বুধবার বিজেপি নেতাকে দেওয়া নোটিশে আগামী শনিবার সকাল ১১টায় মোহনপুর থানায় হাজিরা হতে বলা হয়েছে।
এনিয়ে কৌস্তভ জানিয়েছেন, “মোহনপুর থানা আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছিল, তার প্রেক্ষিতে গত সোমবার বারাকপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন পাই। বিষয়টি আমি মোহনপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং তদন্তকারী অফিসারকে জানিয়েছিলাম। তারপরও এদিন আমার কাছে নোটিস এসেছে। এতেই বোঝা যায় রাজ্য পুলিশ কতটা প্রতিহিংসাপরায়ণ।” যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তে সহযোগিতা করা, তলব করলে থানায় হাজির হওয়া, এই শর্তসাপেক্ষেই আদালত কৌস্তভকে জামিন দিয়েছে। তাই তদন্তের স্বার্থেই তাকে তলব করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১ জুলাই, বারাকপুরের ওয়ারলেস মোড সংলগ্ন বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যুর ঘটনায় বিজেপি নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে আঙুল উঁচিয়ে চিকিৎসকদের হুমকি, শাসানোর অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বেসরকারি হাসপাতালে শুধু বিজেপি নেতা নন, আরও অনেকে উত্তেজনা ছড়িয়েছিল বলেও অভিযোগ উঠেছিল। তদন্তে নেমে কৌস্তভ-সহ আরও একজনকে চিহ্নিত করা হয় বলেই খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.