ধসে বন্ধ হয়েছে রাস্তা। নিজস্ব চিত্র
বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: ফের ভূমিধসে অবরুদ্ধ শিলিগুড়ি-সিকিম সড়ক যোগাযোগের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। সোমবার রাতে কালিম্পংয়ে ভারী বর্ষণের জেরে ২০ মাইল সংলগ্ন এলাকা ভূমিধসে বিধ্বস্ত হয়েছে। বন্ধ হয়েছে যান চলাচল। ধস সরিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা চলছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কালিম্পং পাহাড়ে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১১৯ মিলিমিটার। ভারী বর্ষণের জেরে পাহাড় থেকে পাথর-মাটি সড়কে গড়িয়ে নেমেছে। ওই কারণে জাতীয় সড়ক ১০ অবরুদ্ধ হয়েছে।
জুনের মাঝামাঝি থেকে ১০ নম্বর জাতীয় মহাসড়ক ভূমিধসের বারবার অবরুদ্ধ হচ্ছে। সম্প্রতি করোনেশন সেতুর কাছে বড় ভূমিধসের ফলে সেভক থেকে রংপো পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড যান চলাচল বন্ধ রেখে ধস সরিয়ে রাস্তা মেরামত করে। ওই ধাক্কা সামলে না উঠতেই সোমবার রাতে ফের ভূমিধস নামে। যান চলাচল বন্ধ হয়ে যায়।
জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের সেভক থেকে সিকিমের রংপো পর্যন্ত ৫২ কিলোমিটার মহাসড়কের একাধিক অংশ ভূমিধসপ্রবণ। জাতীয় সড়কের একাধিক জায়গায় বড় বড় পাথর, মাটি নেমে আসে। ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার ২৯ মাইল, কালিঝোরা, শ্বেতীঝোরা, সেলফিদারা, বিরিকদারা, লিউখুবীর, মেলি এবং ভালু খোলা রয়েছে। সোমবার রাতে ভূমিধসের পর যানবাহন রংপো থেকে মুনসং ১৭ মাইল-আলগড়া-লাভা-গোরুবাথান হয়ে শিলিগুড়ি এবং কালিম্পং থেকে রেলি-সামথার-পানবু হয়ে শিলিগুড়ি রুট ব্যবহার হচ্ছে। পণ্যবাহী যানবাহন এবং বাস রেশি-পেদং-আলগড়া-লাভা-গোরুবাথান হয়ে শিলিগুড়িতে যাতায়াত করছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.