সুমন করাতি, হুগলি: চুচঁড়ায় পুলিশ কর্মীদের মাথায় সিঁদুর পরানোকে কেন্দ্র করে উত্তপ্ত জেলার রাজনীতি। ক্রমেই বাড়ছে পারদ। কর্মরত পুলিশকর্মীদের ইচ্ছার বিরুদ্ধে সিঁদুর পরিয়ে বিপাকে গেরুয়া শিবির। থানায় তলব করা হল ছয় বিজেপি কর্মীকে। পাঁচ মহিলা এবং একজন পুরুষ বিজেপি কর্মীকে তলব করছে চুঁচুড়া পুলিশ। তাঁদের বিরুদ্ধে পুলিশকে কাজে বাধা দেওয়া, বিক্ষোভ চলাকালীন কর্মরত পুলিশ কর্মীদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে সিঁদুর মাখানো-সহ একাধিক অভিযোগ রয়েছে।
পুলিশি তলবের পর আজ, মঙ্গলবার থানায় হাজির দেন অভিযুক্ত বিজেপি কর্মীরা। তাঁরা জানান, এই পুলিশি তলবের ঘটনাটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আইনে পথে এর মোকাবিলা করা হবে। আইনজীবীর সঙ্গে পরামর্শ করেই পদক্ষেপ নেবেন।
সিঁদুর কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতেও পারদ চড়ছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, পুলিশ এই পদক্ষেপ সরকারের চাপে নিয়েছে। সাধারণ রাজনৈতিক প্রতিবাদকে দমন করতেই এই ধরনের পদক্ষেপ। শাসক শিবিরের পালটা বক্তব্য, আইন-আইনের পথে চলবে। পুলিশ নিজেদের দায়িত্ব পালন করছে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের পুলিশ ওঠাতে গেলে বিক্ষোভকারীরা কর্মরত দুই মহিলা পুলিশের গালে ও কপালে সিঁদুর মাখিয়ে দেয় বলে অভিযোগ। বিক্ষোভ শেষে অবরোধ তুলে নেওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। তদন্ত শুরু করে চুঁচুড়া থানার পুলিশ। পাঁচজন মহিলা এবং একজন পুরুষ বিজেপি কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.